West Bengal Weather Update: জুলাইয়ের শেষ লগ্নে দাঁড়িয়েও দেখা নেই ভারী বৃষ্টির। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই আপাতত দক্ষিণবঙ্গের আশা ভরসা হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাড়ছে গরম।
তবে, আজ অর্থাৎ ২১ জুলাইয়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে, এমনটাই জানায় আলিপুর আবহাওয়া অফিস।
সকাল থেকেই মেঘলা আকাশ, তারপর বেলা বাড়লেই গরম বাড়ছে।
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। বৃষ্টির ঘাটতি থাকবে দক্ষিণবঙ্গে।
আজ রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী দু'দিন, এমনটাই জানান আলিপুর আবহাওয়ার দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।