Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: চলতি সপ্তাহে আরও বাড়বে গরম, তবে এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2022,
  • Updated 10:22 AM IST
  • 1/10

আন্দামান সাগরের উপরে সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়াতে পারেনি। সাধারন নিম্নচাপেই পরিণত হয়ে সেটি মায়ানমারের দিকে যাচ্ছে। মায়ানমারের উপকূলে পৌঁছতে পৌঁছতে সেটি আরও শক্তি হারিয়ে ফেলবে।

  • 2/10

এই নিম্নচাপের জেরে আন্দামানে ঝড়বৃষ্টি হলেও ভারতের অন্যান্য রাজ্যে তার কোনও প্রভাব পড়েনি। 
 

  • 3/10


এই আবহে হাওয়া অফিস বলছে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশিই  থাকবে। 

  • 4/10

আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। 

  • 5/10

আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই।  দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকবে। 

  • 6/10

তবে দক্ষিণে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে। 
 

  • 7/10

দক্ষিণের মত উত্তরেও  আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
 

  • 8/10

 আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। 
 

  • 9/10

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে।  আগামীকাল শহরের তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়তে পারে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। 

  • 10/10

এদিকে  নিম্নচাপ কেটে গেলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তখন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দেখা দিতে পারে।
 

Advertisement
Advertisement