Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: স্বস্তির বৃষ্টি শিগগিরি, অবশেষে সুখবর শোনাল আলিপুর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2022,
  • Updated 7:42 AM IST
  • 1/7

West Bengal Weather Update: বসন্তেই হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ-পশ্চিম বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা বেড়েছে। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের খটখটে রোদের মধ্যে বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া অফিস। 
 

  • 2/7

গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও।
 

  • 3/7

উত্তরবঙ্গে মূলত মাঝারি থেকে হালকা বৃষ্টি আছে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 4/7

মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। 
 

  • 5/7

৪ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে উত্তরবঙ্গের সবক’টি জেলায়। 
 

  • 6/7

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপে পরিণত হলে উপকূলবর্তী জেলা ও কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে ৬ এপ্রিলই আসতে পারে বৃষ্টি।
 

  • 7/7

হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। ঝাড়খন্ড তাপপ্রবাহ থাকায় সংলগ্ন জেলাগুলিতে প্রভাব পড়তে পারে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement