Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: শীতের নয়া স্পেলের মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টি হবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • Updated 6:37 PM IST
  • 1/8

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে এই মুহূর্তে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে। তবে, আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 2/8

আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় চড়েছে পারদ। তাপমাত্রা আরও খানিকটা বাড়বে আগামী দু'দিনে। 

  • 3/8

উপকূলের দিকে সামান্য কুয়াশা থাকলেও উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে।  

  • 4/8

তবে, সপ্তাহান্তে ফের ২-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

  • 5/8

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রথম দু'দিন দার্জিলিং এবং কালিম্পঙয়ে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

  • 6/8

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৪ ঘণ্টা পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 

  • 7/8

রাতের তাপমাত্রা ২৪ ঘণ্টায় তেমন পরিবর্তন নেই। ২৪ ঘণ্টা পর থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 8/8

কলকাতা আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ও ১৯ ডিগ্রি  থাকার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Advertisement