Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: রাজ্যে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কোন কোন জেলায় ?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 16 Apr 2022,
  • Updated 3:22 PM IST
  • 1/8

West Bengal Weather Update: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন সকলেই। এদিকে, লাগাতার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। অপেক্ষাই সার, বৃষ্টির দেখা নেই দক্ষিণে। তবে খুশির খবর শোনালো আবহাওয়া অফিস।
 

  • 2/8

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
 

  • 3/8

তবে দু'এক জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 
 

  • 4/8

১৭ এপ্রিল অর্থাৎ রবিবার বীরভূম, নদীয়া, দুই মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২০ তারিখে মুর্শিদাবাদ, নদিয়া কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/8

তাপমাত্রার ক্ষেত্রে পশ্চিমের জেলা গুলি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ৪০ ডিগ্রির বেশি রয়েছে তাপমাত্রা।
 

  • 6/8

আগামী দু'দিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। কোনও কোনও জায়গায় আগামী দু দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াতে পারে। 
 

  • 7/8

কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রিযে কাছাকাছি থাকবে তাপমাত্রা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
 

  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement