West Bengal Weather Updates: আজ ফের ভিজতে চলেছে শহর কলকাতা। আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Rain) ভিজতে চলেছে। ফলে সপ্তাহান্তে ছুটি মাটি হতে চলেছে।
তবে এখনই নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। তবে শেষ কয়েকদিনে ঠান্ডার আমেজ খানিকটা কমেছে।
উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও কালিম্পং (Kalimpong) এবং দার্জিলিঙে (Darjeeling) আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
হাওয়া অফিস এও জানিয়েছে আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। বিপরীত ঘূর্ণাবর্ত পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর থেকে আসা জলীয় বাষ্পের জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বসন্তে অকাল বৃষ্টিই অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য। আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
সর্বনিম্ন তাপমাত্রা এখন একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।