দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরও বাড়তে চলেছে। গলদঘর্ম পরিস্থিতি কার্যত দিন দুয়েক পরই শুরু হয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। এখন যে তাপমাত্রা আছে তার থেকে বেশ কয়েক ডিগ্রি চড়বে পারদ।
গত চারদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলছে। আজও এটি বজায় থাকবে।
দুই বঙ্গেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
মার্চ মাসের ৩ তারিখ থেকে এই তাপমাত্রা বাড়তে শুরু করবে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে। এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দফতর।
বেলার দিকে উপকূল অঞ্চলে বাড়বে আর্দ্রতা। তবে তাপমাত্রার বিরাট কোনও বদল হচ্ছে না।
দিনের বেলা পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার পরিস্থিতি থাকবে।
আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, একমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হবে।
কালবৈশাখী হওয়ার যে আর্দ্রতা বাতাসে থাকতে হয়, আপাতত তা তৈরি হয়নি। এমনকি আগামী এক সপ্তাহে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে।
অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং দিল্লি-এনসিআর-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, পাহাড়ে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।