Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: বেলা বাড়লেই বাড়বে অস্বস্তি, কলকাতায় কয়েক ডিগ্রি চড়ল পারদ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2023,
  • Updated 7:17 AM IST
  • 1/9

গরম আরও বাড়তে চলেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে কয়েক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। 
 

  • 2/9

গত সোমবার থেকেই বেলার তাপমাত্রা সামান্য বেড়েছে। ভোরের দিকে স্বস্তির আবহাওয়া বেলা বাড়লেই চড়া রোদ, গরমে নাজেহাল পরিস্থিতি।
 

  • 3/9

আজ হোলি, সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোগাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ। 
 

  • 4/9

সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ আরও কিছুদিন থাকছে। 
 

  • 5/9

গত দু'দিন ধরে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। আজ থেকে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মতো বাড়তে পারে।
 

  • 6/9

১১ তারিখের পর  তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। ফলে বসন্তের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াবে।
 

  • 7/9

জেলার দিকে দিনের তাপমাত্রা অস্বস্তিকর হয়ে উঠছে। বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে। 
 

  • 8/9

উত্তরবঙ্গে বেড়েছে তাপমাত্রা। তবে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।
 

  • 9/9

আগামী তিন-চার দিন তাপমাত্রায় আর উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement