Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update Today: আজও ঝড়-বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে? জানালো হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2022,
  • Updated 7:54 AM IST
  • 1/8

West Bengal Weather Today: সকাল থেকেই মেঘলা আকাশ, তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে। আজও বৃষ্টি বৃষ্টি ভাব কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায়। তবে কি রবিবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
 

  • 2/8

আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
 

  • 3/8

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরের থেকে দমকা হাওয়া থাকার কারণে ঝোড়ো হাওয়া থাকবে।
 

  • 4/8

দক্ষিণবঙ্গে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 
 

  • 5/8

শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে মধ্য অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করে। তা উত্তরবঙ্গের উপর দিয়েও গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া। যে কারণে শনিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বয়।
 

  • 6/8

আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৯ তারিখ পর্যন্ত মাঝারি ও হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে।
 

  • 7/8

বঙ্গোপসাগর থেকে দমকা হাওয়ার জন্য রবিবারও সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। 
 

  • 8/8

উত্তরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার বেশি প্রভাব পড়বে। 
 

Advertisement
Advertisement