Advertisement

পশ্চিমবঙ্গ

Heavy Rain Forecast: আজ দিনভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, একাধিক জেলায় সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2022,
  • Updated 7:16 AM IST
  • 1/8

আজ দেশভর স্বাধীনতা দিবসের ৭৬ তম বছর উদযাপন। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক অনুষ্ঠান রয়েছে। তেরঙায় সেজে উঠেছে দেশ। কলকাতাও সেজেছে আলোয় আলোয়। আজ জেলা থেকে কলকাতা— দিনভর কেমন থাকবে আবহাওয়া? 
 

  • 2/8

আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে সোমবার রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

  • 3/8

আজ বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবারও দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। 
 

  • 4/8

বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি বাড়াতেই বৃষ্টি। ফলে দিনভর আজ ভারী বৃষ্টি হবে।
 

  • 5/8

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি চলবে।
 

  • 6/8

উত্তরবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় ভারী বৃষ্টি রয়েছে।
 

  • 7/8

ওড়িশার বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট এবং বেশ কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে লাল সতর্কতাও জারি রয়েছে।
 

  • 8/8

বাংলা ও ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
 

Advertisement
Advertisement