আজ থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। কলকাতাতেও বাড়বে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহুর্তে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে কিছুটা দূরে থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হচ্ছে।
আজ মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের খানিকটা কাছে অর্থাৎ কলকাতা, আসানসোল হয়ে বঙ্গোপসাগরের ওপর আসবে।
আজ থেকে দক্ষিণবঙ্গে কয়েক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে।
সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
তবে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বেশি থাকবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
কলকাতাতে আজও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে।