Weather Update: লক্ষ্মীপুজোর দিন থেকে বাতাসে আর্দ্রতার কারণে খানিকটা বাড়ল তাপমাত্রা। যে কারণে অস্বস্তি বেড়েছে, গরম বেশি অনুভূত হচ্ছে। অস্বস্তির থেকে নিস্তার কবে? বর্ষার বিদায় হয়ে কবে মিলবে শীতের আমেজ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ২-১ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।
তবে আগামী দু'দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন নেই। কিন্তু তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা।
বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস আছে। ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দার্জিলিংয়ের কয়েকটি জায়গাতে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে।
এছাড়াও, মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে।
লক্ষ্মীপুজো পেরিয়ে কালীপুজোর সময় আসতে চলল, ফলে শীত কবে ঢুকছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন জাগছে।
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।
রাজ্য থেকে বর্ষা বিদায়ের সময় এলেও, অনবরত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে। কবে বর্ষার বিদায় এখনও পর্যন্ত নিশ্চিত নন আবহাওয়াবিদরা।