Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড়, রাজ্যে আজ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2022,
  • Updated 7:06 AM IST
  • 1/9

মরশুমের শীতলতম দিনের পরদিন, শনিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে উধাও শীত। গতকাল এই মরশুমের শীতলতম দিন ছিল। তবে শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড় মান্দাস।
 

  • 2/9

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা এরকমই ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ফলে শীতের অনুভূতিতে ক্ষণিক বিরতি।
 

  • 3/9

রাজ্যে সোমবার পর্যন্ত মেঘলা থেকে হালকা মেঘলা আকাশ থাকলেও আগামী পাঁচদিন কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

  • 4/9

কলকাতা-সহ জেলায় জেলায় কমবে শীতের আমেজ। সোমবার বা মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। 
 

  • 5/9

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ঠান্ডাটাই দিনকয়েক থাকবে।
 

  • 6/9

ঘূর্ণিঝড় মান্দাস রাতে মামাল্লাপুরম উপকূলে আছড়ে পড়ার পর, চেন্নাইয়ের বেশ কয়েকটি অংশ ভারী বৃষ্টিপাত এবং প্রবল হাওয়ার সম্মুখীন হয়। আজ ভোরে এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। 
 

  • 7/9

তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬৫ কিমি-৭৫ কিমি বেগে ঝড় হয়। 
 

  • 8/9

ঘণ্টায় ৮৫ কিমিও ছুঁয়ে ফেলে দমকা হাওয়া। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ, চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে পূর্ব উপকূল অতিক্রম করতে শুরু করে।
 

  • 9/9

মান্দাসের প্রভাব পড়বে বেঙ্গালুরুতেও। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 
 

Advertisement
Advertisement