Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: সংক্রান্তি থেকে শীত বিদায়ের পথে? রইল হাওয়া অফিসের বড় আপডেট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2023,
  • Updated 6:57 AM IST
  • 1/10

আপাতত থাকছে শীত। জেলাগুলিতেও ঠান্ডার দাপট থাকবে। তবে ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
 

  • 2/10

কলকাতা সহ জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ায় জবুথবু রাজ্যবাসী। শীতের ওম মাখছে রাত বাড়লেই। তবে এই শীতের স্থায়িত্ব আর দিন তিনেকের।
 

  • 3/10

সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর কারণ হল পশ্চিমি ঝঞ্ঝা। আজ, মঙ্গলবার কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় মুড়ে থাকবে। 
 

  • 4/10

পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। তবে জেলাগুলিতে ঠান্ডা কমার পূর্বাভাস নেই। কলকাতায় ১৫ ডিগ্রির ওপরে থাকবে তাপমাত্রা।
 

  • 5/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই। তবে ঘন কুয়াশার সতর্কতা থাকবে। এমনটাই জানান আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
 

  • 6/10

আপাতত দিন দুয়েক ঠান্ডা একইরকম থাকবে। আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
 

  • 7/10

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে আজও। 
 

  • 8/10

তবে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পরই আবহাওয়ার বদলে হবে। সেখানকার রাজ্যগুলিতেও তাপমাত্রা বাড়তে থাকবে। 
 

  • 9/10

১০ থেকে ১৩ জানুয়ারির মধ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 
 

  • 10/10

সুতরাং, দাপুটে ঠান্ডা খানিকটা থিতু হবে বেশ কিছু অঞ্চলে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement