ভোরে ও রাতের দিকে শীত শীত আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শুষ্কই থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া।
পশ্চিমের জেলাগুলিতে আগামী ২-১ দিন পর রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শীতটা আরও বেশি করে অনুভূত হবে।
উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশও মোটের ওপর পরিষ্কার থাকবে।
এছাড়া, তাপমাত্রার আর বড় কোন পরিবর্তন আপাতত নেই উত্তরবঙ্গে (North Bengal)।
আগামী ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই।
আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ থাকবে।
তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যে কারণে বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, দিনকয়েক কলকাতার আকাশ আংশিক মেঘলাও থাকবে।