Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Winter Update: বাংলাজুড়ে শীতের আমেজ, দিনদুয়েক পরই ভিজতে পারে এই জেলাগুলি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2022,
  • Updated 7:31 AM IST
  • 1/8

ভোরে ও রাতের দিকে শীত শীত আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শুষ্কই থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া।
 

  • 2/8

পশ্চিমের জেলাগুলিতে আগামী ২-১ দিন পর রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শীতটা আরও বেশি করে অনুভূত হবে।
 

  • 3/8

উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশও মোটের ওপর পরিষ্কার থাকবে।
 

  • 4/8

এছাড়া, তাপমাত্রার আর বড় কোন পরিবর্তন আপাতত নেই উত্তরবঙ্গে (North Bengal)।
 

  • 5/8

আগামী ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই। 
 

  • 6/8

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
 

  • 7/8

বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ থাকবে। 
 

  • 8/8

তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যে কারণে বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, দিনকয়েক কলকাতার আকাশ আংশিক মেঘলাও থাকবে।
 

Advertisement
Advertisement