Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast: বাড়ছে রোদের তীব্রতা, নতুন সপ্তাহে কতটা চড়তে পারে তাপমাত্রা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2023,
  • Updated 6:34 PM IST
  • 1/9

প্রেমের মরশুম চলছে, কিন্তু উধাও শীতের আমেজ। রীতিমত তাপমাত্রা বাড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের। 

  • 2/9

হাওয়া অফিস আগেই জানিয়েছিল কলকাতার তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে। আর সেই মতেই চড়তে শুরু করেছে পারদ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। 
 

  • 3/9

এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা অনেকটাই বেড়েছে। এদিন রাত থেকে রাজ্য জুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 
 

  • 4/9

তাপমাত্রা পুরোপুরি ঊর্ধ্বমুখী হওয়ায় আগে আপাতত আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। কখনও কখনও শীতের আমেজ, হাল্কা হাওয়া। কখনও আবার বেশ গরম। 
 

  • 5/9

 উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের ফিরে আসার সম্ভাবনা নেই।

  • 6/9

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫  দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা নেই। কেবলমাত্র দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের আগামী তিন দিন দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 
 

  • 7/9

আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
 

  • 8/9

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে কুয়াশা থাকতে পারে ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

  • 9/9

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দুই বঙ্গেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Advertisement
Advertisement