Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: এবারের মতো বিদায়ের পথে শীত, দাবদাহ কবে থেকে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2023,
  • Updated 8:58 AM IST
  • 1/10


এ বছর গোটা শীতের মরশুম জুড়েই আবহাওয়ার উত্থান পতনের সাক্ষী ছিল বাংলা। 
 

 
 

 

 

  • 2/10

ভারতের অন্যান্য রাজ্যে টানা শীতের ব্যাটিং চললেও পশ্চিমবঙ্গে ক্ষনে ক্ষনে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে টানা শীত কখনো দেখা যায়নি। 

  • 3/10

তবে বঙ্গবাসী  টানা শীত না পেলেও ফেব্রুয়ারির মাঝ বরাবর এসেও এবার  শীতের হাল্কা উপস্থিতির রয়েছে। 

  • 4/10

তবে আবহাওয়া দফতর  জানিয়েছে, এবার বাংলা থেকে শীত এক প্রকার বিদায়ের পথে। 
 

  • 5/10

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার  ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সেই তুলনায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক বলছে হাওয়া অফিস।

 

 

 

 
 

 

 

  • 6/10


হাওয়া অফিস বলছে, আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 

  • 7/10

এই মুহূর্তে গোটা বাংলার কোথাওই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও, কুয়াশা দেখা যাবে।

  • 8/10

উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তার পরবর্তী দু’দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে  তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও এখনই উত্তরবঙ্গে সহ্যসীমার বাইরে গরম পড়বে না। বরং উত্তরবঙ্গের শীত আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 9/10

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলার দুই এক জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। এছাড়া আগামী ৩-৪ দিনের মধ্যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে তার পরবর্তী ২ দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 
 

  • 10/10

হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের বেলায় শহরে শীত অনুভূত হবে না। তবে কলকাতা শহরের থেকে দূরে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে। 

Advertisement
Advertisement