Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: সংক্রান্তিতে দার্জিলিং-এ তুষারপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় শীতের ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2023,
  • Updated 7:59 PM IST
  • 1/8


গত পাঁচ দিন ধরে যে হাড় কাঁপানো কনকনে ঠান্ডার ধারা চলছিল তাতে আপাতত ইতি পড়েছে। 

  • 2/8

পৌষ সংক্রান্তিতে শীত উধাও হয়ে যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 3/8

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।মঙ্গলবার যা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

  • 4/8


আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় ভোরের দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
 

  • 5/8

হাওয়া অফিস বলছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।  পৌষ সংক্রান্তি কাটলে ফের শীতের দেখা মিলবে গোটা বাংলা জুড়ে।
 

  • 6/8

আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

  • 7/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। 
 

  • 8/8

 এবার দার্জিলিং-এ বরফ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সিকিমের আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩-৪ জিনের মধ্যে দার্জিলিং-এর আবহাওয়া বড় পরিবর্তন হবে। শুক্রবার-শনিবার নাগাদ দার্জিলিং-এর উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
Advertisement