Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: ১৫ ডিগ্রির নীচে কবে থেকে নামবে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2022,
  • Updated 7:28 PM IST
  • 1/8

ডিসেম্বর মাস পড়তে চলল। এখনও বাংলাজুড়ে জাঁকিয়ে শীতের দেখা নেই। ভোরের দিকে হালকা শীতের আমেজ। জেলার দিকে ঘন কুয়াশা। আপাতত শীতের সার্বিক চিত্রটা খানিকটা এমনই। 
 

  • 2/8

কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে দিন দুয়েক তাপমাত্রা খানিকটা বাড়তে দেখা গেছে।
 

  • 3/8

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জলীয়বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগরে কিছুটা বেড়েছে। এ কারণে মেঘলা আকাশ ছিল। 
 

  • 4/8

দক্ষিণবঙ্গের রাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেড়েছে। আগামী ২ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।
 

  • 5/8

গত ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে যেটা রেকর্ড হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। 
 

  • 6/8

কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত নেই।
 

  • 7/8

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

  • 8/8

দক্ষিণবঙ্গের রাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেড়েছে। আগামী ২ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement