Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weekly Weather Forecast: নতুন সপ্তাহেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, ক'দিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2022,
  • Updated 3:27 PM IST
  • 1/11

শনি-সন্ধেয় কালবৈশাখীর পর একধাক্কায় নেমে গিয়েছে পারদ। আরও ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। 

  • 2/11

শুক্রবার সন্ধে থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে। 
 

  • 3/11

১ মে, রবিবার থেকে ৪ মে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে প্রতিদিন একই রকম বৃষ্টিপাত হবে না। 

  • 4/11

রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিরপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি থেকে বুধবার পর্যন্ত জোড়ো হাওয়া চলবে।  

  • 5/11

প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ থাকবে হাওয়ার। শনিবার কলকাতার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল তার গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার।

  • 6/11

৫ মে, বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া কমে গেলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তার পরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 7/11

আবহবিদরা জানাচ্ছেন, পূর্বদিক থেকে রাজ্যে ঢুকছে পূবালি হাওয়া। যাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। পাশাপাশি রাজ্যের উপর অবস্থান করছে একটি নিম্নচাপের অক্ষরেখাও।

  • 8/11

উত্তরবঙ্গের ক্ষেত্রে ১ থেকে ৩ মে বৃষ্টিপাত হবে। সঙ্গে দমকা হওয়া। বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

  • 9/11

সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টিপাত কমবে। তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। তাপমাত্রা ২ থেকে চার ডিগ্রি কমবে উত্তরবঙ্গে ।

  • 10/11

দক্ষিণ আন্দামান সাগরে ৪ মে, বুধবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ মে তা একটি নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীকালে শক্তি বাড়াতে পারে।

  • 11/11

তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। এটাও প্রণিধানযোগ্য, বর্ষার আগে এপ্রিল-মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেশি। গতবার আমফানও এসেছিল মে-তেই।      

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement