Advertisement

পশ্চিমবঙ্গ

আন্ডারপাসে জল কেন বিক্ষোভ এলাকাবাসীর, জল নিকাশ শিলিগুড়ি পুরনিগমের

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 17 Jun 2021,
  • Updated 6:43 PM IST
  • 1/7

শিলিগুড়ির এনজেপিতে ইন্ডিয়ান অয়েল গ্যাস গোডাউন লাগোয়া জাবরাভিটার আন্ডারপাসের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল।

  • 2/7

সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে যাওয়ার সমস্যা বহুদিনের। এতটাই যে ছোট বাচ্চারা হেঁটে যেতে পারে না। প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয় তাদের। 

  • 3/7

দীর্ঘদিন ধরে দাবি থাকলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি স্থায়ী সমাধান করতে। প্রতি বছরই বর্ষার কয়েক মাস আন্ডারপাসের দুপাশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

  • 4/7

শিলিগুড়ি পুরনিগমের অস্থায়ী প্রশাসক পদে বসে শহরবাসীর সমস্ত সমস্যা সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড।

  • 5/7

এদিন সমস্য়ার কথা শুনে পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এলাকায় যান। দাঁড়িয়ে থেকে সমস্যার কথা শোনেন।  স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দেন।

  • 6/7

শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার জমা জল বের করে দেওয়া হল। দ্রুত সমস্যার সমাধান করতে ব্লক প্রশাসনের সাথে কথা হয়েছে ।

  • 7/7

এই আন্ডারপাসটি এবং কাছেই পাঁচশো মিটার দূরে ফুলেশ্বরী রেলগেটের কাছে আরও একটি আন্ডারপাসে যাতে অল্প বৃষ্টি হলে জল জমে না থাকে, তা দেখার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement