কালীপুজোর পর থেকেই রাজ্যে ঠান্ডা ঠান্ডা আমেজ। চলছে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022)। এখনও সেই অনুভূতি বর্তমান।
বিশেষত ভোরের দিকে বা রাতের দিকে হালকা শীতের অনুভূতি। তবে বেলার দিকে অবশ্য গরম অনুভূত রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজকের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য গতকালের চেয়ে বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী ৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
একইরকম পরিস্থিতি উত্তরবঙ্গেও (North Bengal)। সেখানেও আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন - শরীরের ৩ জায়গায় ব্যথা জানান দেয় কোলেস্টেরল বেড়েছে
যদিও পুরোপুরি শীত কবে পড়ছে রাজ্যে, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
সেক্ষেত্রে উত্তুরে হাওয়া প্রবেশ তথা জাঁকিয়ে শীতের জন্য রাজ্যের শীতপ্রেমী মানুষকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।