আপাতত শুষ্কই থাকছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আপাতত ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (South Bengal) কোনওরকম বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং ও কালিম্পংয়ে।
এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত ৩ দিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন - পাইলসের মোক্ষম দাওয়াই ওল, জানুন কীভাবে খাবেন
এদিকে রবিবারই নামলো তাপমাত্রা। আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।
আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, এরপর ধীরে ধীরে ডিসেম্বর পর্যন্ত কমবে তাপমাত্রার পারদ।
সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে তাপমাত্রা পৌঁছে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুর দিকে সেটি পৌঁছতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে।
তাপমাত্রার আরও পতনের পর ডিসেম্বরের শেষের দিকে তা পৌঁছতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে।
সেক্ষেত্রে শীতপ্রেমীদের জন্য কার্যত সুখবর চলে এল বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।