Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast:চলতি সপ্তাহেই বাড়তে পারে গরম, কেমন থাকবে আবহাওয়া?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 01 Mar 2022,
  • Updated 5:03 PM IST
  • 1/8

শীত বিদায় নিয়েছে। আজকের পর থেকে রাজ্যে বৃষ্টিও কমে যাচ্ছে।  এবার গরমের পালা।

  • 2/8

মঙ্গলবার শিবরাত্রির দিন সকাল থেকেই পরিষ্কার ছিল কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ।
 

  • 3/8

এদিন  দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের জেলা গুলি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝারগ্রাম খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দফতর। শুধুমাত্র ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে এই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

  • 4/8

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

  • 5/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পংও  দার্জিলিং জেলাতে আগামী ২৪ ঘণ্টায়  হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলির বৃষ্টির কোন সম্ভাবনা নেই । 

  • 6/8

রাজ্যে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না,  কিন্তু দিনের তাপমাত্রা চলতি সপ্তাহে এক থেকে দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে।

  • 7/8


রাজ্যের জন্য  কোনওরকম সতর্কবার্তা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
 

  • 8/8

আপাতত কয়েকদিন রাজ্যে থাকবে মনোরম আবহাওয়া। এখনও সেভাবে গরম না পরলেও দোলের পর গোটা রাজ্যেই রীতিমতো পারদ চড়বে । যার ফলে গলদঘর্ম হতে হবে আম বাঙালিকে। 

Advertisement
Advertisement