রবিবার ছিল রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। আর ভোটের দিন বৃষ্টি হতে পারে, তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। হলও তাই। বিকেলের দিকে কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে বৃষ্টির খবর মেলে।
বৃষ্টি সম্ভাবনা থাকছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারও। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এদিন কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি বলছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ৪ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
তবে পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার উত্তরের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
তবে পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার উত্তরের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই মঙ্গলবার থেকে পরবর্তী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
এর মাঝেই অবশ্য আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খন্ডে ও বিহারের সন্নিহিত অঞ্চলে কিছু জায়গায় গরম আবহাওয়া রয়েছে, সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, তার ফলে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে। এর জেরেই রবিবারের মতো এদিনও বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন প্রান্তে।