Advertisement

পশ্চিমবঙ্গ

WB Weather Forecast: সরস্বতী পুজোয় ঝমঝমিয়ে বৃষ্টি, এই জেলাগুলিতে সতর্কবার্তা হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2022,
  • Updated 8:54 AM IST
  • 1/11

পশ্চিমী ঝঞ্জার জেরে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে বাড়তে  শুরু করেছে  তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। 
 

  • 2/11

এদিকে বাংলা জুড়ে ফের শীতের দাপট কমবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহের শেষে সরস্বতী পুজোতেই ঝেঁপে বৃষ্টি নামবে পাহাড় থেকে শুরু করে সমতল, সর্বত্র। 
 

  • 3/11

 হাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ৩ ও ৪ ফেব্রুয়ারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে আগামী দিন পাঁচেক তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে। 

  • 4/11

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তারপর থেকেই শুরু হবে বৃষ্টি। 
 

  • 5/11

 ৪ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
 

  • 6/11

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গে। সেই বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার। 
 

  • 7/11

রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া , দুই বর্ধমান,  মুর্শিদাবাদ এবং বীরভূম-সহ কয়েকটি  জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 
 

  • 8/11

তবে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ ৬ তারিখ অর্থাৎ রবিবার  থেকে বৃষ্টির দাপট  কমে আসবে। 
 

  • 9/11

উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ উত্তরবঙ্গের সব জায়গাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ তারিখ বৃষ্টির পরিমাণ কম হবে। ৬ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। 
 

  • 10/11

দুই বঙ্গেই রাতের তাপমাত্রা আগামী দুই-তিন দিনে  ৩ থেকে  ৫  ডিগ্রি  পর্যন্ত  বাড়বে।  বুধবার থেকে রাজ্যজুড়ে আবারও প্রায় ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরস্বতী পুজোর পর ফের ফিরতে পারে শীত।
 

  • 11/11

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই বৃষ্টির জেরে মাঠে থাকা ফসল কিংবা সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দৃশ্যমানতা কমতে পারে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় একদিকে যেমন ধসের পরিস্থিতি তৈরি হতে পারে, অন্যদিকে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement