Advertisement

পশ্চিমবঙ্গ

WB Weather Forecast: বুধবার থেকেই চড়বে পারদ, শীত বিদায়ের দিন জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2022,
  • Updated 8:52 AM IST
  • 1/10

গত সপ্তাহে  বৃষ্টির পালা শেষ হতেই রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। রোদ ঝলমল আকাশ, সেইসঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। বলতে গেলে বিদায়বেলায় দুরন্ত স্পেল খেললো  শীত।

  • 2/10

গত শনিবার থেকেই  রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ উপভোগ করা যাচ্ছে।  কলকাতা-সহ জেলাগুলিতে দিনভর থাকছে  ঠান্ডার রেশ। তবে এই শীত আর স্থায়ী হবে না। এবার স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস। 

  • 3/10

হাওয়া অফিস বলছে,  আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। সেই সঙ্গে  আগামী ২৪  ঘন্টায় তাপমাত্রার খুব একটা  পরিবর্তন হবে না। তবে তারপর থেকেই  রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

  • 4/10

বুধবার থেকেই তাপমাত্রার এই বৃদ্ধি শুরু হবে।  ধীরে ধীরে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে রাতের তাপমাত্রা। 
 

  • 5/10

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ১৬ ফেব্রুয়ারি। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। 
 

  • 6/10

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। 
 

  • 7/10

কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে  আগামী দিনগুলিতে  রাতের বেলায় শীত অনুভূত হলেও দিনের বেলায় গরম থাকবে। অর্থাৎ ভোরের বেলায় এবং রাতের সময় শীত অনুভূত হবে। 
 

  • 8/10

আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির গণ্ডিতেই থাকল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডার দাপট একটু বেশি।

  • 9/10

গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে ছিল কুয়াশার দাপট। তবে আপাতত আর কুয়াশার দেখা মিলবে না।  রাজ্যের সর্বত্র থাকবে পরিষ্কার আকাশ। 
 

  • 10/10

বুধবারের পর থেকে  রাজ্যজুড়ে ক্রমেই শীতের আমেজ হবে ফিকে। দিন কয়েক এভাবে চলার পর এবারের মতো বাংলা থেকে বিদায় নেবে শীত। নামবে বসন্ত।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement