Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: ফের কমছে তাপমাত্রার পারদ, মাঘের শুরুতে কি তাহলে জাকিয়ে শীত?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • Updated 3:05 PM IST
  • 1/10

পর পর বেশ কয়েকদিন মেঘলা আকাশ, বৃষ্টির ধাক্কা সামলে ফের রোদ ঝলমলে শহরের আকাশ।

  • 2/10

মকর সংক্রান্তির পরের দিন থেকেই আকাশের মেঘ ফিকে হতে শুরু করেছিল। রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ।

  • 3/10

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আগামী চারদিন আকাশ পরিষ্কার থাকবে।

  • 4/10

তবে কলকাতায় সোমবার থেকে কুয়াশায় সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আগামীকাল  সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৩ ও১৫ ডিগ্রি সেলসিয়াশের  আশেপাশে থাকবে। 

  • 5/10

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা  স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

  • 6/10

হাওয়া অফিস বলছে  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আজ থেকে কেটে যাবে এবং আবহাওয়ার উন্নতি হবে ।  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিগত কয়েকদিন ধরেই শীত গরহাজির ছিল রাজ্যে।
 

  • 7/10

আগামী তিনদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে৩ ডিগ্রি কমবে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে।
 

  • 8/10

তবে  তাপমাত্রার পারদ নামতে শুরু করলেও সেটা বেশিদিন স্থায়ী হবে না। এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। কারণ ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা। 

  • 9/10

হাওয়া অফিসের পূর্বাভাস,  তিন থেকে চারদিন পর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ধাক্কা দেবে রাজ্যে যার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। কাজেই মাঘের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 10/10

হাওয়া অফিস বলছে রবি ও মঙ্গলবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে ব্যাহত হবে উত্তুরে হাওয়া। তাই আগামী কয়েকদিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই মত আবহবিদদের।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement