Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 18 Jan 2022,
  • Updated 4:50 PM IST
  • 1/9

মাঘের শুরু থেকেই শীতের ব্যাটিং চলছে। তবে  তা বেশি দিন স্থায়ী হবে না , পূর্বাভাস দিচ্ছে  আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/9

সোমবার সকালে কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। য স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ছিল। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

  • 3/9

হাওয়া অফিস বলছে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  প্রধানত পরিষ্কার-শুষ্ক আবহাওয়া থাকবে। 

  • 4/9

তবে ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথআ জানাচ্ছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলোয় ২১  এবং ২২  তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে।

  • 5/9

 রাতের তাপমাত্রার এখন বিশেষ কোনো পরিবর্তন নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুদিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কমবে।

  • 6/9

 কলকাতার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং ২১ ও ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে।

  • 7/9

 উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮  ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০  তারিখ দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 8/9

২১ এবং ২২  তারিখ উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কোচবিহার হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
 

  • 9/9

দুই বঙ্গেই ২৩ ও ২৪ তারিখ  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এখন জাঁকিয়ে শীত পড়ার কোন সম্ভাবনা নেই।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement