২৩ জানুয়ারি সারাদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিতে ভিজেছে রাজ্য। ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আজও মূলত মেঘলা আকাশ, সঙ্গে দু'এক জায়গায় হালকা বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও আগামিকাল উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে কমে যাবে বৃষ্টি।
২৫ তারিখের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধু উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে।
দক্ষিণবঙ্গে ২৭ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়ার উন্নতি শুরু হবে।
এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টি হবে ।তারপর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।
তবে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। ৪৮ ঘণ্টা পর থেকে আবার রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি কমবে।শীতের আমেজ ফিরবে রাজ্যে। তবে সেই শীতও কতদিন স্থায়ী হবে সেব্যাপারে এখনই কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে ২৪ ঘণ্টা পর থেকে অর্থাৎ বুধবার থেকে কুয়াশার দাপট বাড়বে দুই বঙ্গে।