Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast:ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রকুটি, আপনার জেলায় বৃষ্টি শুরু কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2022,
  • Updated 8:25 AM IST
  • 1/12

রবিবার থেকেই রাজ্যে ফিরেছে শীত। হাওয়া অফিস বলছে, এখন বেশ কয়েকটা দিন শীতের আমেজ থাকবে রাজ্যে।

  • 2/12

রাজ্যের প্রায় সব জায়গাতেই  তাপমাত্রা  নেমেছে সপ্তাহের প্রথম দিন সোমবারও। সকালের দিকে  উত্তরে হাওয়া কাঁপুনিও ধরাচ্ছে। আগামী দু-দিন পরিস্থিতি এমনই থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া  দফতরের।

  • 3/12

আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। সকালে শীতের আমেজ শহর জুড়ে। 
 

  • 4/12

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া। সেই সঙ্গে হালকা উত্তরে হাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
 

  • 5/12

 তবে ৪৮ ঘণ্টা পরেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

  • 6/12

আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছে, আপাতত দিন দুয়েক তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে রাজ্য জুড়েই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 
 

  • 7/12

 উত্তরবঙ্গের তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

  • 8/12

 সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
 

  • 9/12

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে।
 

  • 10/12

এদিকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার জেরেই সপ্তাহের মাঝে আবার আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। 
 

  • 11/12

হাওয়া অফিস বলছে,  বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 12/12

আবহাওয়া দফতরের পূর্বাভাস  বাংলায়  জাঁকিয়ে শীত আর পড়ার সম্ভাবনা নেই। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement