রাজ্য জুড়ে নতুন করে বৃষ্টির ভ্রূকুটি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, মঙ্গলবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও বুধবার থেকেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হচ্ছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক বলছে হাওয়া অফি। মঙ্গলবারও তিলোত্তমার সর্বনিম্ম তাপমাত্রা ছলি ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। সেই তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে।
এর সঙ্গেই বৃহস্পতিবার রাজ্য জুড়ে ফের সম্ভাবনা রয়েছে বৃষ্টির। দক্ষিণের চেয়ে উত্তরবঙ্গে এই বৃষ্টির পরিমান বেশি হবে।
হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিন উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরমধ্যে ১০ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
পাশাপাশি আগামী ৩ দিন উত্তরের জেলাগুলিকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে।
এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৯ তারিখ বৃষ্টির কোন সম্ভাবনা নেই কিন্তু ১০ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১১ তারিখ ফের শুষ্ক থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে পরের দু'দিন তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলেও পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রাজ্যে। দার্জিলিং-এর উপরের অংশে আবারও তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে।
এদিকে হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৯ ও ১০ ফেব্রুয়ারি শুধু পশ্চিমবঙ্গ কিম্বা সিকিমেই নয়, বিহার এবং ওড়িশাতেও বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির পর রাজ্য থেকে অনুষ্ঠানিক ভাবে শীত বিদায় নিতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।