Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast:শীতে এবার বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি! কোন জেলায় কেমন আবহাওয়া?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 09 Jan 2022,
  • Updated 4:45 PM IST
  • 1/9

হাওয়া অফিসের পূর্বাভাস মত কমতে শুরু করেছে শীতের আমেজ, সেই সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
 

  • 2/9

হাওয়া অফিসের পূর্বাভাস মত কমতে শুরু করেছে শীতের আমেজ, সেই সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
 

  • 3/9

হাওয়া অফিস সাফ জানাচ্ছে, সোমবার থেকে আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
 

  • 4/9

ফলে এবার  পৌষ সংক্রান্তিতে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হবে কলকাতাতেও। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্য জুড়ে।

  • 5/9

 দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে।মঙ্গলবার থেকে বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
 

  • 6/9

 দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে।মঙ্গলবার থেকে বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
 

  • 7/9

তবে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা। সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 8/9

পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার শীতল বাতাস এবং পূবালী হাওয়ার গরম বাতাসের সংস্পর্শে মেঘ ও বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।
 

  • 9/9

হাওয়া অফিস বলছে, আগামী ২ দিন বিভিন্ন জেলায় ক্রমশ তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩  ডিগ্রি পর্যন্ত । শীতের আমেজ ক্রমশ কমবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement