Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : শান্তিপুরের শিল্পীর কাঠের টিকটিকি দাপিয়ে বেড়াচ্ছে নেট-দুনিয়া

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 26 Jun 2021,
  • Updated 5:33 PM IST
  • 1/9

নদিয়ার শান্তিপুরে কাঠের তৈরি অসাধারন শিল্পকর্ম! নেট দুনিয়ায় ভাইরাল টিকটিকি। দেখলে তাক লেগে যাবে। আসল না নকল বোঝা দায়। মনে হবে যেন আপনার দিকেই তাকিয়ে রয়েছে।

  • 2/9

শুধু তাই নয়, সুনিপুণ কাষ্ঠশিল্পের মাধ্যমে বানিয়েছেন গোরিলা, গোপাল ভাঁড়, দেবদেবীর মূর্তি, বৃদ্ধ বয়সে মানুষের জীবনযাপন, নেশায় চুর হয়ে থাকা মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর।

  • 3/9

সেগুলি তৈরি করেছেন শান্তিপুরের এক শিল্পী। তাঁর কাজের প্রশংসা হচ্ছে চারিদিকে। সেই ছোট থেকেই এমন কাজ করে আসছেন রবীন্দ্রনাথ বিশ্বাস।

  • 4/9

শুধু কাঠের কাজ নয়, তাঁর শৈল্পিক হাতের ছোঁয়া পড়ে মাটিতেও। এবং এর ফলে যা তৈরি হয় দেখলে বোঝা মুশকিল সেগুলিতে প্রাণ নেই। দেখে এমনি জীবন্ত মনে হয়।

  • 5/9

এক সঙ্গে এত টিকটিকি দেখে অবাক হচ্ছেন তাই তো? এমন অভিব্যক্তি যেন কেউ শিকার ধরবে। আবার কোনওটা দেখে মনে হবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। যেন তাকিয়ে রয়েছে আপনার দিকে।

  • 6/9

তবে ঘটনা হল তেমন কোনওটাই নয়। এগুলোর একটিও জীবন্ত নয়। পুরোটাই কাঠের তৈরি। শান্তিপুর শহরের অন্তর্গত বাবলা গোবিন্দপুর পঞ্চায়েতের প্রমোদনগর অঞ্চলের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের সুনিপুণ কাঠের কাজের ফসল এই টিকটিকিগুলি।

  • 7/9

তিনি জানান, এগুলি তৈরি করছেন ৯-১০ বছর হয়ে গেল। বাড়িতেই তৈরি করেন সেগুলো। বিভিন্ন রকমের জিনিস তৈরি করেন। সেগুলি বিক্রিও করেন। মেলায় যান। কিছু করে যেতে চাই। যাতে মারা যাওয়ার পরও মানুষ মনে রাখেন। আমি না থাকলে এই কাজগুলো থেকে যাবে। সেই তাগিদেই এগুলো তৈরি।

  • 8/9

তিনি জানান, টিকটিকি তৈরি করা বেশ সহজ। বাটালি নিয়ে বসে পড়লেই হয়ে গেল। এক একটা মূর্তি তৈরি করতে এক থেকে দেড় মাসে লেগে যায়। কোনও কাঠ যুক্ত করা হয় না। কাঠ চেঁছে তৈরি করা হয়। ছোট থেকেই এমন কাজ করি। ছেলেবেলায় ঠাকুর বানাতাম। মাটির ঠাকুর, দুর্গাঠাকুর।

  • 9/9

কথোপকথন সূত্রে আরও জানা গেল কাঠের কাজের পাশাপাশি ছবি আঁকা, দোতারা বাজানো এবং মৃৎশিল্পের প্রতিও যথেষ্ট দক্ষতা রয়েছে তাঁর। শিল্প কর্মের প্রতি ছোট থেকেই তাঁর এমনই নেশা। কেউ অনুরোধ করলে তাঁকেও এমন সুন্দর জিনিসপত্র বানিয়ে দিতে কখনই পিছপা হন না। তার তৈরি টিকটিকি নেট দুনিয়ায় এখন ভাইরাল!বলা যেতে পারে দাপিয়ে বেড়াচ্ছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement