Advertisement

পশ্চিমবঙ্গ

Mahalaya Tarpan 2025: কলকাতা থেকে জেলা, মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • Updated 11:26 AM IST
  • 1/14

 আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। 
 

  • 2/14

মহালয়ার ভোরে রাজ্যের নানা ঘাটে তর্পণের ভিড়।
 

  • 3/14

এই বছরের মহালয়ার ভোরেও রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে চোখে পড়ল উপচে পড়া ভিড়। 
 

  • 4/14

দেবীপক্ষের সূচনাকালে দেশের বিভিন্ন ঘাটগুলিতেও দেখা গিয়েছে একই ছবি। 
 

  • 5/14

অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেছেন।  নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল।
 

  • 6/14

স্বর্গীয় আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় চলছে তর্পণ।
 

  • 7/14

আজ দিনভর নদীতে  মানুষজনেরা স্নান করবেন। 
 

  • 8/14

এই  ভিড় সামাল দিতে প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
 

  • 9/14

মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগর থেকে বাবুঘাট, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণে উপছে পড়েছে ভিড়। পাশাপাশি চলছে প্রশাসনিক নজরদারি। 
 

  • 10/14

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগর থেকে বাবুঘাট এবং ডায়মন্ড হারবার সহ একাধিক নদী তীরবর্তী এলাকায় মহালয়ার সকাল থেকে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ এবং পুণ্য স্নানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। 
 

  • 11/14

মহালয়ার পুণ্য লগ্নে পুণ্য স্নানে গঙ্গাসাগরে ৭০ হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড়ে তর্পণের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ 
 

  • 12/14

রাজ্যের অন্যান্য নদী এবং ঘাটেও একই চিত্র দেখা গেছে। ভোরের আলো ফুটতেই গঙ্গা এবং অন্যান্য নদীর তীরে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন।
 

  • 13/14

ভোর থেকে এই উৎসবের আমেজে রাজ্য জুড়ে বেজে উঠেছে দেবীপক্ষের আগমনীর সুর। প্রতিটি বাঙালির মনে এখন একটাই অপেক্ষা, মা দুর্গার আগমন। 

  • 14/14

 হাওড়ার বালি থেকে শিবপুর হয়ে প্রতিটি গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলে তর্পণ ৷ পুরুষদের পাশাপাশি মহিলাদের ভিড়ও চোখে পড়ার মতো। ভিড়ের দিক থেকে উল্লেখযোগ্য শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া ময়দানের তেলকল ঘাট, সালকিয়ার বাঁধাঘাট, ঘুসুড়ির গোসাইঘাট, শিবপুর ঘাট ৷
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement