Advertisement

পশ্চিমবঙ্গ

SIR Panic in Newtown: নিউটাউনে অনেক 'বিদেশি'? ইকোপার্ক সংলগ্ন বস্তিগুলি রাতারাতি খালি হচ্ছে, SIR আতঙ্ক

স্বপন কুমার মুখার্জি
  • নিউটাউন,
  • 06 Nov 2025,
  • Updated 6:05 PM IST
SIR Panic in Newtown
  • 1/10

SIR চালু হতেই অবৈধভাবে ভারতে বসবাসকারি বিদেশি নাগরিকরা পালাতে শুরু করেছে বলে অভিযোগ। একই অভিযোগ উঠছে,  উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তেও। এছাড়া কোচবিহারের মেখলিগঞ্জে তিস্তার চরেও বহু মানুষ এলাকা ছেড়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। একই ঘটনা ঘটেছে কলকাতার উপকণ্ঠেও।  

  • 2/10

অভিযোগ নিউটাউনের ইকোপার্ক ৬ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায়  বহু মানুষ SIR আবহে নিউটাউন ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন। 
 

  • 3/10

নিউটাউনের এখানে প্রায় হাজারের উপরে ঝুপড়ি ঘর রয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে বসবাস করছেন কাজের আসায়। ঠিক তেমনি বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছেন বলে অভিযোগ। কিন্তু SIR ঘোষণা হওয়ার পর থেকে অনেকেই চলে গিয়েছেন রাতারাতি।  
 

  • 4/10

যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিনের দাবি বেশ কয়েকটি পরিবার নিজেদের কাগজ আনতে তাদের দেশের বাড়িতে গেছে। তবে কিছু বাংলাদেশি পরিবার যে এই বস্তি অঞ্চলে থাকতো সে বিষয়টা তিনি স্বীকার করেছে।  পাশাপাশি তার দাবি, বাংলাদেশি পরিবার হলেও তাদের অনেকেই  ১৯৯০ সালের পর থেকে এই অঞ্চলে বসবাস করছে।  তবে এই বস্তি অঞ্চলের একাধিক পরিবার ইতিমধ্যেই ঘর ছেড়েছে।

  • 5/10

 SIR ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। নিউটাউনের এই এলাকার স্থানীয়দের দাবি, কয়েকদিনের মধ্যেই বহু বাংলাদেশি পরিবার রাতারাতি এলাকা ছেড়ে চলে গিয়েছে। SIR ঘোষণার আবহে নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এই বস্তি এখন কার্যত আতঙ্কের ছায়ায় ঢাকা। 
 

  • 6/10

দেখা গেল অনেক ঘর রয়েছে যেগুলো তালা মারা। অনেকেই যারা ক্যামেরার সামনে আসতে চাননি। কেউ কেউ আবার বলতে গিয়ে ঢোক গিলছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সূত্রের খবর। 
 

  • 7/10


বিরোধীরা বারবার বলেছেন, SIR  শুরু হলেই চিহ্নিত করা যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের। এমন অনেক বাংলাদেশিকেও তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে বলে সওয়াল করেছেন বঙ্গ বিজেপির নেতারা। এবার রাজ্যে  SIR  বা বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা গেল, ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক ঘর। তালা পড়ছে ঝুপড়িতে। ক্যামেরা দেখেই কার্যত পালিয়ে যাচ্ছেন কেউ কেউ। 
 

  • 8/10

কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা? জানা যাচ্ছে, রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকোপার্ক সংলগ্ন ঘুনি উত্তর মাঠে হিডকো-র অধিগৃহীত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অনেকে।
 

  • 9/10

 বাকি বাসিন্দাদের প্রশ্ন করে জানা গেল, বাংলাদেশ থেকে এসেছিলেন তাঁরা। অনেকেই এদেশে এসে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, দিচ্ছেন ভোটও। তাহলে হঠাৎ পালালেন কেন? 'SIR হচ্ছে বলে', উত্তর দিলেন তাঁরা।

  • 10/10

রিপোর্টারঃ অরিন্দম ভট্টাচার্য
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement