Advertisement

বিশ্ব

কী কী অস্ত্র ব্যবহার করে তালিবানরা! কীভাবে হাতে পেল এই আগ্নেয়াস্ত্র

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 19 Aug 2021,
  • Updated 6:31 PM IST
  • 1/9

আফগানিস্তানের দখল নেওয়া তালিবানদের অস্ত্রসজ্জা কেমন? এই প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। একনজরে জেনে নিন তালিবানদের কাছে কোন অস্ত্র কত পরিমাণে রয়েছে এবং এই অস্ত্র তারা কোথা থেকে পেল। (ছবি-এপি)

  • 2/9

নিরপত্তা পরিষদের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে সক্রিয় তালিবান জঙ্গি সংখ্যা ৮৫ হাজার। এর মধ্য়ে ১০ হাজার বিদেশী। এর মধ্যে সাড়ে ৬ হাজার পাকিস্তানি। বাকিরা মধ্য এশিয়া, চেচনিয়া এবং আল-কায়েদা গ্রুপ থেকে এসেছে। (ছবি-এপি)

  • 3/9

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আফগানিস্তানে তালিবানদের যুদ্ধের জেরে ১৭০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত ৩৫০০ জন। যুদ্ধ চালানোর জন্য তালিবানদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। একে-৪৭, একে-৫৬, আরপিজি, অ্যান্টি এয়ারক্রাফট গান, লাইট মেশিনগান, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, ট্যাঙ্ক এবং মর্টার এর মতো অস্ত্র রয়েছে। সেই সঙ্গে আফগান বাহিনী ও মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রের বিরাট ভাণ্ডার এসেছে তালিবানদের হাতে। (ছবি-এপি)

  • 4/9

স্ট্যাটিস্টা নামের সাইট দ্য অরিক্স ব্লগের উদ্ধৃতি দিয়ে বলেছে, তালিবানরা আফগান সেনার থেকে ১৪ আগস্ট ৩০৩টি HMMWV ছিনিয়ে নিয়েছে। এবং ৪১টি ধ্বংস করে দিয়েছে।  সেই সঙ্গে সামরিক গাড়ি Ford Ranger-এর ৪১টি দখল করেছে তালিবানরা। ২১টি ধ্বংস করেছে তারা। তালিবানরা ৭০০০ সিরিজের ১৩৩টি  Navistar International ট্রাক ছিনিয়ে নিয়েছে। ৬টি ধ্বস করেছে। সামরিক যান M117-এর ২৭টি এখন তালিবানদের হাতে। (ছবি- গেটিইমেজেস)

  • 5/9

আমেরিকা ২০২১ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আফগান সেনাকে অনেক অস্ত্র ও যানবাহন দিয়েছে। এর মধ্যে A-29 লাইট অ্যাটাক হেলিকপ্টার, ১৭৪ টি Humvees। ২.৭৫ মিমি ১০ হাজার উচ্চ বিস্ফোরক রকেট, ৪০ মিমির ৬১ হাজার রাউন্ড, ০.৫০ ক্যালিবারের ৯ লক্ষ রাউন্ড এবং ৭.৬২ মিমি ২০.১৫ লক্ষ বুলেট দেওয়া হয়েছিল। এগুলোর অধিকাংশই এখন  তালিবানদের হাতে। (ছবি-রয়টার্স)

  • 6/9

দ্য অরিক্স ব্লগ অনুসারে, আফগান সেনাবাহিনীর মোট ১২টি ট্যাঙ্ক ছিল, যার মধ্যে ৭টি-৫৪ এবং টি-৫৫ ট্যাঙ্ক এবং ৫ টি-৬২ ছিল। এই সমস্ত ট্যাঙ্ক এখন তালিবানদের দখলে। এই ট্যাঙ্কগুলো আফগানিস্তানকে দিয়েছিল চিন। আফগান সেনাবাহিনীর ৬০টি সাঁজোয়া যুদ্ধযান ছিল, যার মধ্যে ৯ টি ধ্বংস করা হয়েছে এবং ৫১ টি তালিবানদের কাছে রয়েছে। এই যানগুলো আমেরিকা দিয়েছিল। (ছবি-রয়টার্স)
 

  • 7/9

আফগান সেনার কাছে ৬১টি আর্টিলারি মর্টার ছিল। এর মধ্যে রয়েছে ৬০মিমি, ৮২মিমি, ১২০মিমি মর্টার। এগুলো এখন তালিবানরা লুঠ করে নিয়েছে বলে খবর। (ছবি -রয়টার্স)

  • 8/9

আফগান বাহিনীর কাছে ৮টি অ্যান্টি এয়ারক্রাফট গান ছিল। যেগুলো এখন তালিবানদের হাতে রয়েছে। এর পাাশাপাশি তালিবানরা আফগান সেনার থেকে ২৩টি চপারের মধ্যে ৭টি ধ্বংস করে দিয়েছে এবং বাকিগুলো হাতিয়ে নিয়েছে। (ছবি-রয়টার্স)
 

  • 9/9

তালিবানদের হাতে চলে এসেছে ড্রোনও। মোট ৭টি ড্রোন ছিল আফগান সেনার কাছে। তার মধ্যে একটি ৬টি ড্রোন এখন তালিবানদের হাতে। একটি ড্রোন নষ্ট করা হয়েছে। (ছবি-রয়টার্স)

Advertisement
Advertisement