Advertisement

বিশ্ব

Afghanistan Taliban : মাঝ আকাশে প্রসব যন্ত্রণা আফগান মহিলার, তারপর যা হল...

Aajtak Bangla
  • কাবুল,
  • 22 Aug 2021,
  • Updated 8:21 AM IST
  • 1/6

তালিবান জঙ্গিদের হাত থেকে বাঁচতে আমেরিকার বিমানে উঠে পড়েছিলেন এক গর্ভবতী। মাঝ আকাশে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় আমেরিকার সেনা জওয়ানরা। 

  • 2/6

জানা গিয়েছে, ওই মহিলার প্রসব বেদনা ওঠে বিমানের মধ্যেই। তখন বাধ্য হয়ে জার্মানিতে সেই বিমান এমার্জেন্সি ল্যান্ডিং করান সেনা জওয়ানরা। জার্মানিতে সন্তানের জন্ম দেন ওই মহিলা। দুজনের চিকিৎসার জন্য জার্মানির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। 
 

  • 3/6

তালিবানরা কাবুল দখল করার পর থেকে সন্ত্রাসের পরিবেশ দেখা যাচ্ছে আফগানিস্তানে। সেই দেশের নাগরিকরাও পালিয়ে যাচ্ছেন অন্য দেশে। শনিবার এক আফগান মহিলা আমেরিকার বিমানে চড়ে বসেন। বিমান তখন মাঝ আকাশে। হঠাৎ প্রসব বেদনা শুরু হয় মহিলার। 

  • 4/6

রবিবার একটি টুইট বার্তায় এই খবর সামনে এনেছে। টুইটটি করেছে Air Mobility Command। ঠিক কী হয়েছিল, শনিবার তাদের তরফে তা টুইটবার্তায় বিস্তারিত জানানো হয়েছে। 

  • 5/6

আমেরিকার তরফে জানানো হয়েছে, বিমান মাঝ আকাশে থাকার সময় মহিলার প্রসব বেদনা শুরু হয়। তিনি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। এর কারণ, বিমানে হাওয়ার চাপ কম ছিল। 

  • 6/6

তখন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে হাওয়ার চাপ বাড়ানোর জন্য পাইলট বিমানটিকে কম উচ্চতায় নামিয়ে আনেন। এতে মহিলার প্রসব বেদনা অনেকটাই কমে। এরপরই জার্মানির রেমস্টেন বেস গ্রাউন্ডে বিমানটির অবতরণ হয়। সেখানকার মেডিকেল টিম ভদ্রমহিলার সন্তান প্রসব করান। জানা গিয়েছে, মা ও সন্তান এখন সুস্থ রয়েছেন। 

Advertisement
Advertisement