Advertisement

বিশ্ব

সাড়ে ৭০০ কোটি টাকার মালিক! কুয়ো খুঁড়তে গিয়ে রাতারাতি ধনকুবের ইনি

Aajtak Bangla
  • কলম্বো (শ্রীলঙ্কা) ,
  • 28 Jul 2021,
  • Updated 3:59 PM IST
  • 1/7

কার ভাগ্য কখন খুলবে কেউ বলতে পারে না। এই কথা প্রায় শোনা যায়। এমনই এক ঘটনার সাক্ষী থাকল শ্রীলঙ্কার কলম্বোর এক শ্রমিক। কুয়ো খুঁড়তে গিয়ে তিনি পেলেন এক বিশাল আকৃতির নীলা পাথর। যার ওজন ৫১০ কিলোগ্রাম। 

  • 2/7

পাথর ব্যবসায়ীদের অনুমান, এই নীলার দাম প্রায় ৭৪৩ কোটি, ৭৮ লাখ ৬০ হাজার ৭৬৯ টাকা। শ্রীলঙ্কা সরকারের তরফে এই বহুমূল্যের পাথরকে রাখা হয়েছে তাদের হেফাজতে। এটি বিক্রির জন্য ইতিমধ্যেই তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 

  • 3/7

এক আধিকারিক জানিয়েছেন, একটি কুয়ো খুঁড়তে গিয়ে এই নীলা পেয়েছেন এক শ্রমিক। রত্নাপুরা শহরে সেই কুয়ো খোঁড়ার কাজ চলছিল। এই শহর থেকে আগেও একাধিক রত্ন উদ্ধার হয়েছে। 

  • 4/7

২৪ লাখ ক্য়ারেটের মালিকের নাম ডাক্তার গমাগে। তিনি জানিয়েছেন, কুয়ো খুঁড়ছিলেন এক শ্রমিক। তিনিই জানান, একটা পাথর পাওয়া গিয়েছে। এই খবর পেয়ে গমাগে যান সেখানে এবং ওই পাথরটি উদ্ধার করেন।

  • 5/7

তবে নিরাপত্তার কারণে ডাক্তার গমাগের ঠিকানা জানাতে রাজি হইনি শ্রীলঙ্কা সরকার। তাদের তরফে জানানো হয়েছে, এই পাথর কেটে বাজারে বিক্রির উপযুক্ত করতে কম করে ১ বছর সময় লাগবেই। 

  • 6/7

শ্রীলঙ্কা সরকারের তরফে আরও জানানো হয়েছে, এটাই সম্ভবত বিশ্বের সবথেকে বড় নীলা। এটি ১০০ সেন্টিমিটার লম্বা ও ৭২ সেন্টিমিটার চওড়া। 

  • 7/7

সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই পাথর যেহেতু ডাক্তার গমাগের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাই তিনিও এর অংশীদারিত্ব পাবেন। তবে সেটা সময়সাপেক্ষ বিষয়। 
 

Advertisement
Advertisement