Advertisement

Kabul Airport : ভিড় উপচে রানওয়েতেও! কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ

আফগানিস্তান (Afghanistan)-এর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর (Kabul Airport)-এর ছবি দেখে হয়রান হয়ে যেতে পারে।

কাবুল বিমানবন্দরে এমনই ছবি (ভিডিওর স্ক্রিনশট)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Aug 2021,
  • अपडेटेड 1:13 PM IST
  • আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে
  • মানুষের মধ্যে প্রবল আতঙ্ক রয়েছে
  • সেখানে থাকা বিদেশি নাগরিক, সেদেশের বাসিন্দা দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছেন

আফগানিস্তান (Afghanistan)-এর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। মানুষের মধ্যে প্রবল আতঙ্ক রয়েছে। সেখানে থাকা বিদেশি নাগরিক, সে দেশের বাসিন্দা দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছেন। সোমবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর (Kabul Airport)-এর যে ছবি দেখা গিয়েছে, তা ভাবা যায় না।

কাতারে কাতারে মানুষ
এদিনের আফগানিস্তান (Afghanistan)-এর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর (Kabul Airport)-এর ছবি দেখে হয়রান হয়ে যেতে পারে। মনে হবে কোনও মেলা বসেছে বা কোনও উৎসব চলছে। এক মানুষ সেখানে। তাঁরা যেনতেনপ্রকারেণ বিমান ধরতে চান। আর ফিরে যেতে চান নিজের দেশে। আর তাই শুরু হয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি।

ভিড়ের ছবি
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়েছে। তারা বিভিন্ন ছবি, ভিডিও টুইট করেছে। সেই ভিডিওতে দেখা যেতে পারে কী ভাবে মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। নিজের ব্য়াগ নিয়ে এ দিক থেকে সে দিকে ঘুরে বেরাচ্ছেন। আর খোঁজ করছেন যদি বিমানের টিকিট পাওয়া যায়।

রানওয়েতেও ভিড়
অবস্থা এমনই যে ভিড় চলে এসেছে রানওয়েতে। এটাই কাবুল বিমানবন্দর (Kabul Airport)-এর ছবি। সেখানকার মানুষ, বিদেশি নাগরিক দেশ ছেড়ে যাওয়ার জন্য একটাই মরিয়া। এখন তাঁদের একটাই চাহিদা। বিমানের টিকিট।

শেষ পর্যন্ত
রবিবার শেষ পর্যন্ত তালিবান দখলে চলে গেল আফগানিস্তান। দু'দশক পর তারা সে দেশের দখল নিল। এদিন দিনভর চাপানউতোর চলছিল। রাষ্ট্রপতি আশরাফ গনি চলে গিয়েছেন। আর তালিবানি নেতা আহমদ আলি জালালি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন বলে জানা গিয়েছে।

পড়তে পারবে মেয়েরা
এ ব্যাপারে তালিবান নেতা জাবিহুল্লা মুজাহিদ জানান, মেয়েরা পড়তে পারবে। তবে তাদের ইসলামের শরিয়তের নিয়ম মনে চলতে হবে। হিজাব পরার ক্ষেত্রেও জোর দেওয়া হয়েছে।

দেশ ছাড়লেন রাষ্ট্রপতি
আফগান সরকার তালিবানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। টোলো নিউজ জানাচ্ছে, ক্ষমতা হস্তান্তরের পর আফগান রাষ্ট্রপতি আশরাফ গনি (Ashraf Ghani) দেশ ছেড়ে দিয়েছেন।

Advertisement

আত্মসমর্পণ
প্রায় পুরো আফগানিস্তানে কব্জা করার পর লক্ষ্য ছিল কাবুল। সেখানে নিজেদের অধিকার কায়েম করে নিয়েছে। আফগানিস্তানের সেনা সাদা পতাকা দেখিয়েছে। আর তারপর আত্মসমর্পণ করেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement