scorecardresearch
 

'নায়িকাদের দিনের পর দিন ব্যবহার করেছে', বলিউড নিয়ে সরব মন্দাকিনী

রাজ কাপুরের (Raj Kapoor) ছবি রাম তেরি গঙ্গা ম্যায়লি (Ram Teri Ganga Maili) থেকে তিনি রাতারাতি খ্যাতি শিখরে পৌঁছে যান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, সেই যুগের স্বল্প সময়ের হিট অভিনেত্রী হিসাবে বিবেচিত মন্দাকিনী জানিয়েছেন, সেই সময়ে একজন অভিনেত্রী একটি চলচ্চিত্র করার জন্য মাত্র এক থেকে দেড় লাখ টাকা পেতেন।

Advertisement
মন্দাকিনী মন্দাকিনী

প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী (Mandakini) ১৯৮৫ সালে মেরা সাথী ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। কিন্তু রাজ কাপুরের (Raj Kapoor) ছবি রাম তেরি গঙ্গা ম্যায়লি (Ram Teri Ganga Maili) থেকে তিনি রাতারাতি খ্যাতি শিখরে পৌঁছে যান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, সেই যুগের স্বল্প সময়ের হিট অভিনেত্রী হিসাবে বিবেচিত মন্দাকিনী জানিয়েছেন, সেই সময়ে একজন অভিনেত্রী একটি চলচ্চিত্র করার জন্য মাত্র এক থেকে দেড় লাখ টাকা পেতেন।


বলিউডে আই-ক্যান্ডি হিসাবে দেখা হত

বলিউড সম্পর্কে প্রায়ই এই কথাগুলো বলা হয় যে অভিনেত্রীদের আই-ক্যান্ডি হিসাবে দেখা হয়। নায়কের তুলনায় তাদের অবমূল্যায়ন করা হয়, অন্যদিকে বেতনও নায়কের তুলনায় অনেকটাই কম পান তাঁরা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, সেই সময় অভিনেত্রীকে খুব বেশি পারিশ্রমিক দেওয়া হতো না। তাদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। মন্দাকিনী বলেন, 'আমাদের সময়ে নায়িকাদের খুব একটা চাহিদা ছিল না। শুধুমাত্র কিছু গান এবং রোমান্টিক দৃশ্যের জন্য ব্যবহার করা হত অভিনেত্রীদের। আমরা যখন চলচ্চিত্রে কাজ করতাম। আমরা পুরো ছবির জন্য মাত্র এক থেকে দেড় লাখ পারিশ্রমিক পেতাম।'


এই গান দিয়েই প্রত্যাবর্তন

এর আগেও একটি সাক্ষাৎকারে মন্দাকিনী তার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন। মন্দাকিনী জানান, তিনি মনে মনে অনেক আগেই তার ফিরে আসার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন- 'আমার মনে ছিল এখন আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, তাহলে আমি চলচ্চিত্রে ফিরতে পারব। সাজনের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই এই কথাটা ভাবছিলাম। কেরিয়ারের প্রথম থেকেই আমরা একে অপরকে চিনি। আমরা যখন প্রথমবার মুম্বইয়ে আসি। তিনি সঙ্গে সঙ্গে আমাকে এই গানের আইডিয়া দেন।'

অভিনেত্রী মন্দাকিনী, যিনি রাম তেরি গঙ্গা ম্যায়লি দিয়ে বেঞ্চমার্ক স্থাপন করেছিলেন। তিনি অনেকগুলি চলচ্চিত্র করেছিলেন। কিন্তু শীঘ্রই বিয়ে করে বলিউডকে বিদায় জানান। মন্দাকিনীকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৬ সালের জোরদার ছবিতে। দীর্ঘদিন পর 'মা ও মা' গান দিয়েই ইন্ডাস্ট্রিতে কামব্যাকের চেষ্টা করছেন মন্দাকিনী। এই গানের সঙ্গে তার ছেলে রবিল ঠাকুরকেও লঞ্চ করেছেন মান্দিকিনী।

Advertisement

 

Advertisement