২ দিনের তল্লাশি শেষে বড়সড় অভিযোগ সামনে এল। আয়কর দফতর জানিয়েছে, ভুয়ো বিল এবং খবর দেখিয়ে প্রায় ৩৫০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে বিভিন্ন ফিল্ম সংস্থা। যার মধ্যে সামিল রয়েছে পরিচালক অনুরাগ কশ্যপের ফ্যান্টম ফিল্মসও। এ ছাড়াও অভিনেত্রী তাপসী পান্নুর নামে ৫ কোটি টাকার নগদ রসিদও মিলেছে বলে বয়ানে জানিয়েছে আয়কর বিভাগ।
আয়কর বিভাগ আরও জানিয়েছে, তাপসী পান্নু এবং তাঁর সংস্থা ২৫ কোটি টাকার কর ফাঁকির সঙ্গে জড়িত থাকতে পারেন। যার মধ্যে ৫ কোটি টাকার নগদ রসিদ সামিল রয়েছে। তিনি যে সমস্ত বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন সেগুলির দিকেও নজর রয়েছে আয়কর বিভাগের। তাঁর কিছু সিনেমার সাইনিং অ্যামাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল তাঁর প্রাথমিক বয়ান রেকর্ড করা হয়েছে। আজও সবিস্তারে তাঁর বয়ান রেকর্ড করা হয়। আয়কর আধিকারিকদের ধারণা বেশ কিছু ডেটা তাপসীর মোবাইল থেকে ডিলিট করা হয়েছে। যদি আইটি কর্তাদের দাবি, সে সব ডেটা উদ্ধার করা সম্ভব। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। আযকর বিভাগের দাবি, কর ফাঁকি দেওয়ার বেশ কিছু প্রমাণ তাঁদের হাতে রয়েছে।
অন্য দিকে পরিচালক অনুরাগ কশ্যপের সংস্থা ফ্যান্টম ফিল্মসের শেয়ার হোল্ডাররা কয়েক শো কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন, এমনটাই সন্দেহ আয়কর বিভাগের আধিকারিকদের। সংস্থার বেশি কুছি স্টেক বিক্রি করা হয়েছে। সে ক্ষেত্রে যতটা লবা হয়েছে সেই অনুযায়ী কর দেওয়া হয়নি, এমনটাই দাবি করছে আযকর বিভাগ। খরচ বেশি দেখানোর জন্য নানা ধরনের ভুয়ো খরচ এবং বিল তৈরি করা হয়েছে। বেশ কিছু তথ্য মোবাইল থেকে ডিলিট করা হয়েছে। অনুরাগ এবং তাপসীকে আগামী কালও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার ৩ মার্চ থেকে ২টি বড় ফিল্ম প্রোডাকশন হাউজ, ২টি ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এভং তাপসীর ঠিকানায় আয়কর বিভাগের রেইড শুরু হয়। মুম্বই, দিল্লি, পুনে এবং হায়দরাবাদের মোট ২৮টি জায়গায় এক সঙ্গে রেইল করা হয়েছে।