scorecardresearch
 

Gangubai Kathiawadi: রাজামৌলিকে জায়গা ছেড়ে 'গাঙ্গুবাই' মুক্তি দিন পিছোলেন সঞ্জয়

সিনেমাহল খোলার নির্দেশিকার পর এক এক করে বলিউডের বহু বড় ছবি মুক্তি পাচ্ছে। আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একেবারে উপরের সারিতে থাকবে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। প্রসঙ্গত, এই দুটি ছবিতেই আলিয়া মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে অজয় দেবগনও (Ajay Devgn) দুটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবি দুটি মুক্তি পাওয়ার কথা ছিল ৬ এবং ৭ জানুয়ারি।

Advertisement
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
হাইলাইটস
  • গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র (Gangubai Kathiawadi) মুক্তির তারিখ পিছিয়ে দিলেন পরিচালক সঞ্জয় লীলা ভান্সালি
  • নির্দিষ্টি দিনেই মুক্তি পাবে দক্ষিণের সুপারহিট পরিচালক এস এস রাজামৌলির (S. S. Rajamouli) 'RRR'.

দুটোই পিরিয়ড ড্রামা এবং দুই ছবিতেই জবরদস্ত স্টারকাস্ট। এখানেই শেষ নয়, ছবির দুই পরিচালকও ব্লকবাস্টার ছবি দিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে একই সঙ্গে বক্স অফিস মুক্তি হলে তা ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে। সে কারণেই নিজের ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-র (Gangubai Kathiawadi) মুক্তির তারিখ পিছিয়ে দিলেন পরিচালক সঞ্জয় লীলা ভান্সালি (Sanjay Leela Bhansali)। নির্দিষ্টি দিনেই মুক্তি পাবে দক্ষিণের সুপারহিট পরিচালক এস এস রাজামৌলির (S. S. Rajamouli) 'RRR'.

সিনেমাহল খোলার নির্দেশিকার পর এক এক করে বলিউডের বহু বড় ছবি মুক্তি পাচ্ছে। আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একেবারে উপরের সারিতে থাকবে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। প্রসঙ্গত, এই দুটি ছবিতেই আলিয়া মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে অজয় দেবগনও (Ajay Devgn) দুটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবি দুটি মুক্তি পাওয়ার কথা ছিল ৬ এবং ৭ জানুয়ারি। বক্স অফিসের যুদ্ধে দুই ছবির ব্যবসাই মার খেতে পারে। সে কারণেই এই সিদ্ধান্ত নিলেন সঞ্জয়।

 

সূত্রের খবর, দুই পরিচালকের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন অজয় দেবগন। ডেট নিয়ে যাতে সমস্যা না হয় সে ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন অজয় দেবগণ। দুই পরিচালকের সঙ্গেই নাকি কথা বলেছেন তিনি। বুঝিয়েছেন, একই সময়ে যদি ছবি মুক্তি পায় তবে ক্ষতি ইন্ডাস্ট্রির। কোনও ছবিই ভাল ফল করতে পারবে না। মার খাবে বলিউড। অজয়ের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক বেশ ভাল। তাই সব দিক খতিয়ে দেখে এমন সিদ্ধান্তই নিয়েছেন পরিচালক।

Advertisement

গাঙ্গুবাই কাথইয়াওয়াড়ি সিনেমাটি এস হুসেন জাইদির উপন্যাসের উপর ভিত্তি করে বানিয়েছেন সঞ্জয় লীলা ভানসালি। গল্প অনুযায়ী গাঙ্গুবাইকে গুজরাত থেকে মুম্বইতে নিয়ে আসে তার প্রেমিক। কিন্তু গাঙ্গুকে দেহ ব্যবসায়ীদের কাছে বেচে দেয় সে। গাঙ্গু বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে সম্পর্ক তৈরি করে দক্ষিণ মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চলে নিজের আদিপত্য কায়েম করেন। একটি বড় ব্রথেলের মালিকও হন। তাঁর শেষ জীবন রেড লাইট এরিয়ার শিশু এবং মহিলাদের উন্নতির জন্য কাজ করে কেটে যায়।

 

Advertisement