scorecardresearch
 

Sabyasachi Mukherjee: বিজেপি মন্ত্রীর হুমকিতে বিজ্ঞাপন সরালেন সব্যসাচী মুখোপাধ্যায়

হিন্দু সম্প্রদায়ের একাংশের ভাবাবেগে আঘাত করার জন্য সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হয় তাঁকে। ৩১ অক্টোবর রবিবার সব্য়সাচীর বিরুদ্ধে মামলা এবং পুলিশি ব্যবস্থার হুমকি দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে বিতর্কিত বিজ্ঞাপনটি শেষমেশ সরিয়ে দিলেন সব্যসাচী।

Advertisement
সব্যসাচী - বিতর্কিত বিজ্ঞাপন সব্যসাচী - বিতর্কিত বিজ্ঞাপন
হাইলাইটস
  • সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই মর্মে একটি স্টোরি শেয়ার করা হয়
  • বলিউডের অন্যতম সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
  • ৩১ অক্টোবর রবিবার সব্যসাচীর বিরুদ্ধে মামলা এবং পুলিশি ব্যবস্থার হুমকি দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র

গত সপ্তাহ থেকে সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনামে আছেন দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee). হিন্দু সম্প্রদায়ের একাংশের ভাবাবেগে আঘাত করার জন্য সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হয় তাঁকে। ৩১ অক্টোবর রবিবার সব্যসাচীর বিরুদ্ধে মামলা এবং পুলিশি ব্যবস্থার হুমকি দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে বিতর্কিত বিজ্ঞাপনটি শেষমেশ সরিয়ে দিলেন সব্যসাচী।

সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই মর্মে একটি স্টোরি শেয়ার করে লেখা হয়, "In the context of making heritage and culture a dynamic conversation, the Mangalsutra campaign aimed to talk about inclusivity and empowerment. The campaign was intended as a celebration and we are deeply saddened that it has instead offended a section of our society. So we at Sabyasachi have decided to withdraw the campaign."

বলিউডের অন্যতম সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সিনেমা হোক বা রিয়েল লাইফ, বলিউড স্টারদের বিয়ে হলেই সবার প্রথমে ডাক পড়ে সব্যসাচীর। এর আগে নানা কারণে খবরের শিরোনামে এলেও সম্প্রতি তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে। পোশাকের সঙ্গে সঙ্গে তিনি গয়নার কালেকশনও লঞ্চ করেছেন। সেখানে মঙ্গলসূত্র-র বিজ্ঞাপনে অন্তর্বাস পরা মহিলাকে দেখে চটেছেন সকলে। নেটিজেনদের বক্তব্য এটা মঙ্গলসূত্র না ব্রা-এর বিজ্ঞাপন?

সব্যসাচীর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এর প্রোমোশনের ছবিগুলি শেয়ার করা হয়েছে। যেখানে হেটেরো সেক্সুয়াল থেকে সমলিঙ্গের কাপলদের ছবি পোস্ট করা হয়েছে। মঙ্গলসূত্রের নাম দেওয়া হয়েছে দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র। যেটা সব্যসাচীর ইন্টিমেট জুয়েলারি কালেকশনের অঙ্গ।

কিন্তু ছবি প্রকাশ্যে আসতেই বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। অনেকে এর সঙ্গে ধর্মের জিগিরও তুলেছেন। কমেন্ট সেশনে একজন লিখছেন, 'মঙ্গলসূত্রর বিজ্ঞাপন ছেড়ে এটা বোরখা বা তাবিজের বিজ্ঞাপন হিসাবে দেখাবে? হিন্দুদের অপমান করা বন্ধ করো।'

Advertisement

 

Advertisement