scorecardresearch
 

ট্যুইটারে চলছে বাকযুদ্ধ! শেষমেশ 'কৃষকদের পাশে আছি' বার্তা কঙ্গনার

জল্পনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কখনও বলিউডের স্বজনপোষণ তো কখনও ড্রাগ ইস্যু। সম্প্রতি অভিনেত্রী চর্চায় রয়েছেন কৃষক বিক্ষোভ নিয়ে। বর্তমানে কৃষক বিল নিয়ে উত্তপ্ত প্রায় গোটা দেশ। মূলত রাজধানীতে এই আন্দোলন হলেও, তার আঁচ এসে পড়েছে প্রতিটি রাজ্যে। তবে এবারের সমালোচনায় মুখ খুলে রোষের মুখে পড়েছেন বলি - ক্যুইন।  

Advertisement
কঙ্গনা রানাওয়াত কঙ্গনা রানাওয়াত
হাইলাইটস
  • কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খুলে রোষের মুখে পড়েছেন কঙ্গনা।  
  • তাঁর বিরুদ্ধে একজোট হয়েছেন পঞ্জাবের বিশিষ্টজনেরা।
  • আইনি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে।

জল্পনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কখনও বলিউডের স্বজনপোষণ তো কখনও ড্রাগ ইস্যু। সম্প্রতি অভিনেত্রী চর্চায় রয়েছেন কৃষক বিক্ষোভ নিয়ে। বর্তমানে কৃষক বিল নিয়ে উত্তপ্ত প্রায় গোটা দেশ। মূলত রাজধানীতে এই আন্দোলন হলেও, তার আঁচ এসে পড়েছে প্রতিটি রাজ্যে। তবে এবারের সমালোচনায় মুখ খুলে রোষের মুখে পড়েছেন বলি - ক্যুইন।  

তাঁকে নিয়ে শত জল্পনা হলেও, সেটার পরোয়া করেন না কঙ্গনা। এবারে তিনি টেনে এনেছেন কৃষক আন্দোলনে শাহীনবাগের দিদি, বিলকিস বানোটে। কঙ্গনা ট্যুইট করেন,"১০০ টাকা দিলে এরা যে কোনও জায়গায় চলে যাবে"। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। যদিও পরে সকলের রোষের মুখে পড়ে ট্যুইটি মুছে ফেলেছেন কঙ্গনা। 

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দুসাঞ্জকে 'করণ জোহারের পোষ্য' বলেও সম্বোধন করেছিলেন কঙ্গনা।এরপর সব ট্যুইটে চলতে থেকে তাঁদের ‘তুই-তোকারি’।

 

 

Advertisement

কঙ্গনা এই ট্যুইটের পর তাঁর বিরুদ্ধে সরব হন বলিউডের শিল্পীরাও। গীতিকার জাভেদ আখতার মানহানির মামলা করেছেন কঙ্গনার বিরুদ্ধে। এমনকি এরূপ মন্তব্য করার জন্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন পঞ্জাবের জিরাকপুরের এক আইনজীবী।

এতবার বাকযুদ্ধ চলার পর কঙ্গনা ট্যুইট করেন, "আমি কৃষকদের পাশেই রয়েছি..."।

 

 

কঙ্গনার বিরুদ্ধে একজোট হয়েছেন পঞ্জাবের বিশিষ্টজনেরা। এমনকি এখনও রুষ্ট বলিউডের শিল্পীরাও। ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে।

Advertisement