জল্পনার শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কখনও বলিউডের স্বজনপোষণ তো কখনও ড্রাগ ইস্যু। সম্প্রতি অভিনেত্রী চর্চায় রয়েছেন কৃষক বিক্ষোভ নিয়ে। বর্তমানে কৃষক বিল নিয়ে উত্তপ্ত প্রায় গোটা দেশ। মূলত রাজধানীতে এই আন্দোলন হলেও, তার আঁচ এসে পড়েছে প্রতিটি রাজ্যে। তবে এবারের সমালোচনায় মুখ খুলে রোষের মুখে পড়েছেন বলি - ক্যুইন।
তাঁকে নিয়ে শত জল্পনা হলেও, সেটার পরোয়া করেন না কঙ্গনা। এবারে তিনি টেনে এনেছেন কৃষক আন্দোলনে শাহীনবাগের দিদি, বিলকিস বানোটে। কঙ্গনা ট্যুইট করেন,"১০০ টাকা দিলে এরা যে কোনও জায়গায় চলে যাবে"। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। যদিও পরে সকলের রোষের মুখে পড়ে ট্যুইটি মুছে ফেলেছেন কঙ্গনা।
পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দুসাঞ্জকে 'করণ জোহারের পোষ্য' বলেও সম্বোধন করেছিলেন কঙ্গনা।এরপর সব ট্যুইটে চলতে থেকে তাঁদের ‘তুই-তোকারি’।
Ooo Karan johar ke paltu, jo dadi Saheen Baag mein apni citizenship keliye protest kar rahi thi wohi Bilkis Bano dadi ji Farmers ke MSP ke liye bhi protest karti hue dikhi. Mahinder Kaur ji ko toh main janti bhi nahin. Kya drama chalaya hai tum logon ne? Stop this right now. https://t.co/RkXRVKfXV1
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020
Bolan Di Tameez Ni Tainu.. Kisey di Maa Bhen Nu..
— DILJIT DOSANJH (@diljitdosanjh) December 3, 2020
Aurat Ho Ke Dujeyq Nu Tu 100 100 Rs. Wali das di an..
SADE PUNJAB DIAN MAAVA SADEY LAI RAB NE..
Eh tan Bhoonda De Khakhar nu Shedh Leya Tu..
PUNJABI GOOGLE KAR LI..👍 https://t.co/KSHb45Xpak
Oh chamche chal, tu jinki chat chat ke kaam leta hai, main unki roz bajati hoon,jayada mat uchal,main Kangana Ranaut hoon tere jaisi chamchi nahin jo jhoot boloon,maine sirf aur sirf Shaheen Baag wali protestor pe comment kiya tha, if anyone can prove otherwise I will apologise.
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020
কঙ্গনা এই ট্যুইটের পর তাঁর বিরুদ্ধে সরব হন বলিউডের শিল্পীরাও। গীতিকার জাভেদ আখতার মানহানির মামলা করেছেন কঙ্গনার বিরুদ্ধে। এমনকি এরূপ মন্তব্য করার জন্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন পঞ্জাবের জিরাকপুরের এক আইনজীবী।
এতবার বাকযুদ্ধ চলার পর কঙ্গনা ট্যুইট করেন, "আমি কৃষকদের পাশেই রয়েছি..."।
I am with farmers, last year I activity promoted agroforestry and donated for the cause as well, I have been vocal about farmers exploitation and their problems also I worry a lot so prayed for resolves in this sector, which finally happened with this revolutionary bill (cont)
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020
This Bill is going to transform farmers lives for better in many ways, I understand the anxiousness and effect of many rumours but I am certain government will address all doubts, please be patient. I am with my farmers and people of Punjab hold special place in my heart (cont)
— Kangana Ranaut (@KanganaTeam) December 3, 2020
কঙ্গনার বিরুদ্ধে একজোট হয়েছেন পঞ্জাবের বিশিষ্টজনেরা। এমনকি এখনও রুষ্ট বলিউডের শিল্পীরাও। ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে।