scorecardresearch
 

Top Entertainment News Today: বিনোদনের আজকের সেরা খবরগুলি, এক নজরে...

Entertainment News Today,7th September2022: কী চলছে সারা দেশের বিনোদন জগতে? হলি, বলি কিংবা টলি! তারকারা কে কী করছেন? কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

Advertisement
বিনোদনের আজকের সেরা খবর বিনোদনের আজকের সেরা খবর

Top Entertainment News, Today 7th September: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর এখনও সম্পূর্ণ কণ্ঠস্বর ফেরেনি কণীনিকার! নিজেই শোনালেন কঠিন লড়াইয়ের গল্প   

দিব্যি সব ঠিকঠাক চলছিল। কিন্তু তার মাঝেই ছন্দপতন। হঠাৎই অসুস্থ হলেন কণীনিকা। শিরদাঁড়ায় সমস্যা হওয়ায়, ধারাবাহিক থেকে কয়েক দিনের বিরতি নিয়ে তিনি তড়িঘড়ি চেন্নাই উড়ে যান অস্ত্রোপচারের জন্য।  

গণেশ পুজোয় নতুন সূত্র পাবে সিড! মিঠায়ের গোপাল 'হেলেপ' করবে?

গল্পে প্রায় প্রতি সপ্তাহেই আসছে নতুন মোড়। মনোহরার সদস্যদের উপর একের পর এক ঝড় বইছে। গত সপ্তাহেই আরেক বড় ট্যুইস্ট এসে, ফের বিপাকে মোদকরা। 

১২৫ কোটি! পুষ্পা ২-এ সলমানের সমান পারিশ্রমিক আল্লু অর্জুনের

পুষ্পা ছবির সাফল্যের পর আল্লু অর্জুন (Allu Arjun) প্যান ইন্ডিয়ার তারকা হয়ে উঠেছেন। তার পারিশ্রমিক থেকে স্টারডম সবই এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। সূত্রের খবর, তাকে পুষ্পা 2-এর (Pushpa: The Rule) জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। যা বলিউডে সলমান খানের (Salman Khan) পারিশ্রমিকের সমান।

আর ৪ মাস পরেই সাত পাকে বাঁধা পড়বেন Athiya Shetty - KL Rahul

শিগগিরই বলিউডে সানাই বাজতে চলেছে। সুনীল শেঠির (Suniel Shetty) মেয়ে আথিয়া শেঠি (Athiya Shetty) এবং কে এল রাহুল (KL Rahul) একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। 


দেব-আবির-প্রসেনজিৎ থেকে শুভশ্রী! পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি

কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায়, বর্তমানে হলমুখী হচ্ছেন দর্শকেরা।উৎসবের মরসুমে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। এক নজরে দেখে নিন কোন বাংলা ছবিগুলি, এবছর মুক্তি পাচ্ছে পুজর আগে।

Advertisement


'আমায় নয় মা-বোনের পোশাক নিয়ে মন্তব্য করুন', রেগে আগুন উরফি

উরফি জাভেদ (Uorfi Javed) যেমন খোশমেজাজে থাকেন, তেমন রাগও থাকে তাঁর নাকের ডগায়। অভিনেত্রী সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান, যেখানে তিনি সবুজ রঙের ব্যাকলেস পোশাক পরেছিলেন। 


ম্যাগনাম ওপাস! মুক্তি পেল মণি রত্নমের PS 1 ট্রেলার, অপরূপা ঐশ্বর্য

মণি রত্নমের (Mani Ratnam) বিগ বাজেটের ছবি পন্নিয়িন সেলভান পার্ট 1-এর (Ponniyin Selvan: I Trailer Released) ট্রেলার লঞ্চ করা হয়েছে। 

'৮ বছর বয়স থেকে লাগাতার রেপ করেছে আমার কাকা'

সেই দগদগে স্মৃতির কথা মনে করে রোহিতের চোখ জলে ভিজে যায়। সম্পর্ক, প্রতারণা, ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা জানিয়েছেন তিনি। রোহিত ভার্মা জানিয়েছেন, তাঁর বয়স যখন মাত্র ৮, তখন তাঁর কাকা তাঁকে ধর্ষণ করেন। 

 

Advertisement