scorecardresearch
 

Uorfi Javed Video: 'আমায় নয় মা-বোনের পোশাক নিয়ে মন্তব্য করুন', রেগে আগুন উরফি

উরফি জাভেদ (Uorfi Javed) যেমন খোশমেজাজে থাকেন, তেমন রাগও থাকে তাঁর নাকের ডগায়। অভিনেত্রী সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান, যেখানে তিনি সবুজ রঙের ব্যাকলেস পোশাক পরেছিলেন। তার এই লুক দেখে পাপারাজ্জিদের (paparazzi) মধ্যে কোনও এক ব্যক্তি অশালীন মন্তব্য করেন। যা শোনামাত্র রেগে আগুন হয়ে যান উরফি জাভেদ।

Advertisement
উরফি জাভেদ উরফি জাভেদ

উরফি জাভেদ (Uorfi Javed) যেমন খোশমেজাজে থাকেন, তেমন রাগও থাকে তাঁর নাকের ডগায়। অভিনেত্রী সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান, যেখানে তিনি সবুজ রঙের ব্যাকলেস পোশাক পরেছিলেন। তার এই লুক দেখে পাপারাজ্জিদের (paparazzi) মধ্যে কোনও এক ব্যক্তি অশালীন মন্তব্য করেন। যা শোনামাত্র রেগে আগুন হয়ে যান উরফি জাভেদ। তিনি পাপারাজ্জিদের তিরস্কার করেন। উরফি জাভেদ বলেন, 'আমি আপনাদের সম্মান করি, ভালোভাবে কথা বলি, তার মানে এই নয় যে আপনারা যা খুশি তাই মন্তব্য করবেন।'


কেন রেগে গেলেন উরফি?

উরফি জাভেদের এই রাগ প্রকাশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে উরফি জাভেদকে বলতে শানো যায়, 'বন্ধুরা, আমি এর জন্য এখানে আসিনি। অনুগ্রহ করে আপনি যদি আমার পোশাক সম্পর্কে মন্তব্য করতে চান তবে প্রথমে আপনার মা এবং বান্ধবীর বাড়িতে গিয়ে করবেন। আজকের পর আমার পোশাক নিয়ে কেউ মন্তব্য করবে না। আজকের পর যদি কারো মুখ থেকে একটাও মন্তব্য আসে, তাহলে আমি হয়তো... আমি আপনাদের সম্মান করি এবং আপনারা আমাকে তার বদলে এ ধরনের মন্তব্য করছেন। আমি যখন ঝলক দিখলা জা তে এসেছি, তখন আপনাদের মধ্যে একজন মন্তব্য করেন যে, আজ শরীর ঢাকা কাপড় পরে এসেছে।'

 

উরফি জাভেদ তার পোশাকের জন্য ট্রোলের শইকার হয়ে আসছেন। এখন তাকে পাপারাজ্জিদের কাছ থেকেও অশালীন মন্তব্য শুনতে হল। এমন পরিস্থিতিতে রেগে যাওয়াই স্বাভাবিক অভিনেত্রীর। সম্প্রতি, সিদ্ধার্থ কাননের চ্যাট শোতে, উরফি জাভেদও খোলাখুলিভাবে মিডিয়াকে টাকা ডাকার বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। উরফি জাভেদ জানান, তিনি নিজেকে তারকা মনে করেন না। তার কাছে কোনও টাকাও নেই। প্রত্যেক অভিনেতারই পি আর থাকে এবং তারা মিডিয়াকে আমন্ত্রণ জানায়।

Advertisement

উরফি জাভেদ বলেন, 'আমি কি কাইলি জেনার? টাকা আসবে কোথা থেকে? আমি আম্বানি পরিবারের নই। মাঝে মাঝে লোকে বলে আমার কাপড় কেনার টাকা নেই। কিছউ লোক আবার বলছে থবর করার জন্য আমি টাকা দিই? আমার কাছে টাকা কোথা থেকে আসছে মনে করেন? আমাকে দেখুন। আপনারা কি সত্যিই মনে করেন যে খবর করার জন্য আমি কাউকে টাকা দিতে পারি?'

গত আট বছর ধরে, উরফি আর্থিক সংকটের সম্মুখীন হন। উরফি বলেন, 'আমি যখন বিগ বসে (Bigg Boss OTT) গিয়েছিলাম, তখন লোন নিয়েছিলাম। আমি যে জামাকাপড় পরেছিলাম তা ধার করেছি। আমি যখন বিগ বস থেকে বেরিয়ে এসেছি, তখন আমার অনেক ঋণ ছিল। আমি শোতে মাত্র এক সপ্তাহ ছিলাম, তাতেও আমার খুব বেশি আয় হয়নি। আমি যদি কোনও ভাবে টাকা রোজগার করি তাহলে সেটাই ভালোভাবে করার চেষ্টা করছি। আরও অর্থ উপার্জন করার চেষ্টা করছি। এতে সমস্যা কোথায়?'

 

Advertisement