scorecardresearch
 

Trina Saha: চিড়ের পোলাও খাওয়ার জন্য এ কী করলেন তৃণা!

জলখাবার হিসাবে চিড়ের পোলাও অত্যন্ত সমাদৃত। অভিনেত্রী তৃণা সাহারও (Trina Saha) হয়তো অত্যন্ত পছন্দের। কিন্তু তার জন্য কেউ এমন করতে পারেন! আঁতকে উঠবেন না, কোনও অপরাধ করে ফেলেননি বাংলা টেলিভিশনের গুনগুন। শুধু হিন্দি ধারাবাহিকের সংলাপের মাঝে তাঁর ইচ্ছেটাকে অভিনব কায়দায় তুলে ধরলেন তৃণা।

Advertisement
তৃণা সাহা তৃণা সাহা
হাইলাইটস
  • বিষয়টা আর কিছুই নয়, হিন্দি ধারাবাহিক সাথ নিভানা সাথিয়া-র একটি সংলাপকে ডাবস্ম্যাশ করে ইনস্টাগ্রামে আপলোড করলেন তৃণা।
  • যা দেখে হেসে অস্থির তাঁর অনুরাগীরা।

জলখাবার হিসাবে চিড়ের পোলাও অত্যন্ত সমাদৃত। অভিনেত্রী তৃণা সাহারও (Trina Saha) হয়তো অত্যন্ত পছন্দের। কিন্তু তার জন্য কেউ এমন করতে পারেন! আঁতকে উঠবেন না, কোনও অপরাধ করে ফেলেননি বাংলা টেলিভিশনের গুনগুন। শুধু হিন্দি ধারাবাহিকের সংলাপের মাঝে তাঁর ইচ্ছেটাকে অভিনব কায়দায় তুলে ধরলেন তৃণা।

বিষয়টা আর কিছুই নয়, হিন্দি ধারাবাহিক সাথ নিভানা সাথিয়া-র একটি সংলাপকে ডাবস্ম্যাশ করে ইনস্টাগ্রামে আপলোড করলেন তৃণা। যা দেখে হেসে অস্থির তাঁর অনুরাগীরা। ‘সাথ নিভানা সাথিয়া’ হিন্দি ধারাবাহিকে কোকিলার বেশকিছু সংলাপ বিখ্যাত হয়েছে। বিখ্যাত হয়েছে সংলাপ বলার ধরন ও ধুমধামাকাওয়ালা আবহ সঙ্গীতও। সাধারণ কথাকেও কঠিন কণ্ঠে বলে এই চরিত্রটি। চরিত্রের একটি সংলাপ ‘রেসোঁরে মে কউন থা’ ভাইরাল হয়েছিল অনেকদিন আগেই। অনেক সেলেবই তা নকল করেছেন নিজের মতো করে। তারপর রিল তৈরি করে পোস্ট করেছেন নিজ নিজ সোশ্যাল মিডিয়ায়। সাধারণ দর্শকও করেছেন সেই কাজ। তারপর ভাইরাল হয় ‘মণি…কেয়া বনা রহি হো… নেহি বনেগি সবজি… পোহে বনেঙ্গে’!

 

আর শুধু সংলাপেই শেষ নয়। হিন্দি ধারাবাহিকের ট্রেডমার্ক আবহ সঙ্গীতকেও ছাড়েননি তৃণা। প্রত্যেকটি 'ধুম তানানানানানা'-তে নেচে পোজ পাল্টে একেবারে হুলুস্থুল করলেন। গোটা ভিডিওটি শুট করেছেন তৃণার স্বামী বাংলা ধারাবাহিকের আরও এক জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য।

Advertisement

গতবছর লকডাউনে সারাদেশেই শুটিং বন্ধ ছিল। সিরিয়ালগুলির ব্যাঙ্কিং শেষ হওয়ার পর পুরনো এপিসোড টেলিকাস্ট করা শুরু হয়। টেলিকাস্ট শুরু হয় পুরনো হিট ধারাবাহিকেরও। তেমনই একটি ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’। ধারাবাহিকটি দীর্ঘদিন দর্শকের মন জয় করেছে। বহুবছর আগে যখন ধারাবাহিকটি টেলিকাস্ট হত, সেসময় সোশ্যাল মিডিয়া ও তার মাধ্যমগুলি এত শক্তিশালী হয়নি। ভাইরাল, ট্রোল শব্দগুলোর সঙ্গে মানুষের পরিচিতও ছিল না। তাই এতদিন পর দর্শক যখন বাড়িতে বসে ফের সিরিয়াল দেখতে শুরু করে ভাইরাল হয় ‘সাথ নিভানা সাথিয়া’র কিছু সংলাপ।

 

Advertisement