scorecardresearch
 

Sreelekha Mitra: 'মিডলাইফ ক্রাইসিসে ফ্রাস্ট্রেটেড', শ্রীলেখাকে কটাক্ষ রিমঝিমের

দুজনের পদবি মিত্র হলেও আদপেও যে মিত্রতা নেই তা নির্বাচনের আগে থেকে জানেন সকলে। টাকা দিয়ে সেলিব্রিটি কিনে বিজেপিতে যোগদান করানো নিয়ে প্রথম ঘটনার সূত্রপাত। তার মধ্যেই সরাসরি বডি শেমিংয়ের মতো ঘটনা ঘটালেন রিমঝিম। প্রকাশ্যে নাম না করে লেখেন, 'থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংসপিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে? Mudi Must Resign.'

Advertisement
শ্রীলেখা মিত্র - রিমঝিম মিত্র শ্রীলেখা মিত্র - রিমঝিম মিত্র
হাইলাইটস
  • দুজনের পদবি মিত্র হলেও আদপেও যে মিত্রতা নেই তা জানেন সকলেই।
  • মঙ্গলবার রাতে শ্রীলেখা মিত্রের কিছু পোস্টের স্ক্রিনশট নিয়ে লম্বা পোস্ট করেন রিমঝিম মিত্র।
  • তাতে তীব্র কটাক্ষ ছিল শ্রীলেখার প্রতি।

সোশাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) নিয়ে কুকথার প্রদর্শনী করলেন আর এক অভিনেত্রী রিমঝিম মিত্র (Rimjhim Mitra)। দুজনের পদবি মিত্র হলেও আদপেও যে মিত্রতা নেই তা জানেন সকলেই। মঙ্গলবার রাতে শ্রীলেখা মিত্রের কিছু পোস্টের স্ক্রিনশট নিয়ে লম্বা পোস্ট করেন রিমঝিম মিত্র। তাতে তীব্র কটাক্ষ ছিল শ্রীলেখার প্রতি।


রিমঝিমের পোস্ট

পোস্টে রিমঝিম লেখেন, 'মিড লাইফ ক্রাইসিস সত্যি মানুষকে এতটা ফ্রাস্ট্রেটেড করে দেয় জানা ছিল না। Ignorance is bliss, is what i have always believed in, তাই যে যা খুশী বলুক গায়ে মাখি না, কারণ আমার basically কিছু এসে যায় না এই সব public দের কথায়। একটু ফুটেজের জন্য out of context কথা quote করা পাবলিক দের কষ্টটা বুঝি। এই পোস্টের উদ্যেশ্য হল অনুভূতিতে বিশাআআআল আঘাত পাওয়া মরাল মাসি/মেসোদের একি পদস্খলন! নাকি ওনাদের অঙ্গুলির ছোঁয়ায় slang ও আজ পবিত্র?'

এখানেই শেষ নয়। পোস্টে আরও শ্লেষ নিয়ে রমঝিম লেখেন, 'আমার অবশ্য এখন অন্য ভয় লাগছে... রতিক্রিয়া প্রেমী দিদিমণি (বৌদি বলিনি কিন্তু) যে ভাবে শয়নে স্বপনে এখনও আমায় দেখে চলেছেন আমি safe তো বন্ধুরা? যদিও আমি  খুবই ভেঙে পড়েছি এমনিতে, এলিট দিদির এই ভাষা দেখে, দিদি শেখালেন ইংরিজি তে বললেই শব্দ শুদ্ধ হয়ে যায়। দয়া করে সস পৌঁছে দিন কেউ , কারণ আপনারা জানেন কে আমায় blockiyeche. একটাই দুঃখ, জ্ঞানের ঝাঁপি খুলে ধেয়ে আসা পাবলিক এখন সব চুপ (কাউকে কাউকে ইনবক্সে জিগ্যেস করেছিলাম এটা নিয়ে কিছু বলার আছে কিনা, network হঠাৎ করে down হয়ে গেছে মনে হয় তাদের ফোনের) Anyway, হ্যাজ প্রচুর লম্বা হয়ে যাচ্ছে এখানেই ইতি করলাম। আশা করি বৌদি sorry ডিডি আমার ওপর রাগ করবেন না, অন্তত এক দেড় মাসের ফুটেজ আমার সস থেকে খেয়ে নিতে পারবেন, কি ডিডি ? তাই তো?'

Advertisement

 


শ্রীলেখাকে 'স্লাট শেম'

পৌলমী বিনয় যোশী নামে এক ইনস্টাগ্রাম ইউজার শ্রীলেখার ভিডিও পোস্টে কমেন্টে লেখেন, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরও ভাল লাগবে, আরও ভাল বডি শো-অফ করবে’। কুরুচিকর কমেন্ট নজর এড়ায়নি শ্রীলেখার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা মন্তব্য করেছেন সেই মন্তব্যের নীচে। শ্রীলেখা রিপ্লাইয়ে লেখেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি কিন্তু পারছেন না, হুম বুঝি জ্বালাটা।' এর স্ক্রিনশট তুলে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। পোস্টে লেখেন, 'Insta comment after posting a reel. Well am not a master of psychological analysis, but do possess an analytical mind, hence can empathize with these kind of women. And you thought men alone does that!!! Forgot abt the other 'mitra' body shamming and slut shamming me? Well was aghast by that not this. #stopbodysham #stopslutsham' অর্থাৎ, ‘একটি রিল পোস্ট করার পরে ইন্সটা মন্তব্য। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাস্টার আমি নই, তবে বিশ্লেষণাত্মক মন রয়েছে তাই এই ধরণের নারীর প্রতি সহানুভূতি রয়েছে। এবং আপনারা ভাবেন পুরুষরাই এ সব করে!!! অন্য ‘মিত্র’র কথা ভুলে গিয়েছেন যে আমাকে বডি শেমিং এবং স্লাট শেমিং করেছিল। ওটা বিরক্তকর ছিল, এটা নয়।’

অন্য মিত্র বলতে তিনি যে রিমঝিম মিত্র-র কথা বলতে চেয়েছেন, তা স্পষ্ট। বেশ কিছু দিন আগে একটি কমেন্টে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বডি শেমিং করার অভিযোগ ওঠে অভিনেত্রী রিমঝিম মিত্র-র (Rimjhim Mitra) বিরুদ্ধে। সরাসরি নাম করে না বললেও, রিমঝিমের কটাক্ষের নিশানায় ছিলেন শ্রীলেখা, এমনটা অনেকেই বলেছিলেন। কারণ সে সময় তাঁদের মধ্যে প্রকাশ্যেই বাকবিতণ্ডা চলছিল।

 

দুজনের পদবি মিত্র হলেও আদপেও যে মিত্রতা নেই তা নির্বাচনের আগে থেকে জানেন সকলে। টাকা দিয়ে সেলিব্রিটি কিনে বিজেপিতে যোগদান করানো নিয়ে প্রথম ঘটনার সূত্রপাত। তার মধ্যেই সরাসরি বডি শেমিংয়ের মতো ঘটনা ঘটালেন রিমঝিম। প্রকাশ্যে নাম না করে লেখেন, 'থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংসপিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে? Mudi Must Resign.'

শুধু রিমঝিম নন, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে আরও এক ব্যক্তির কমেন্ট স্ক্রিনশট নিয়ে সরাসরি ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা। তিনি লেখেন, 'আপনারাই দেখে নিন। চাইনা এটা নিয়ে নিউজ হোক। বেশি পাত্তা দেওয়া হয়ে যাবে। আর একজনেরটাও দিলাম। একজন অ্যাডভ্যার্টাইজমেন্ট ওয়ান্ডার। হাউ সুইট না?'

 

Advertisement