scorecardresearch
 

Rupankar Bagchi's Durga Puja Song: প্রকাশ্যে রূপঙ্করের পুজোর গান 'দুগ্গা এবার ঘরে'! মিউজিক ভিডিয়োতে সঙ্গী নীল, বিভান, রাজীব

Durga Puja Songs: পুজোর গানের ট্রেন্ড এখনও বেঁচে আছে। এরকমই এক মন ভাল করা গান পুজোয়, সঙ্গীতপ্রেমীদের উপহার দিলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। প্রকাশ্যে তাঁর নতুন গান 'দুগ্গা এবার ঘরে' (Dugga Ebar Ghare)। 

Advertisement
প্রকাশ্যে রূপঙ্কর বাগচীর নতুন গান 'দুগ্গা এবার ঘরে' প্রকাশ্যে রূপঙ্কর বাগচীর নতুন গান 'দুগ্গা এবার ঘরে'
হাইলাইটস
  • পুজোর গানের ট্রেন্ড এখনও বেঁচে আছে।
  • এক মন ভাল করা গান পুজোয়, সঙ্গীতপ্রেমীদের উপহার দিলেন রূপঙ্কর বাগচী।
  • প্রকাশ্যে তাঁর নতুন গান 'দুগ্গা এবার ঘরে'।

Rupankar Bagchi's Durga Puja 2021 Song: চারিদিকে পুজো পুজো গন্ধ। আর হাতে গোনা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর পুজো মানেই ঝকঝকে শরতের আকাশ, কাশ ভুল, একগুচ্ছ প্ল্যান, শপিং, নতুন ছবি এবং অবশ্যই নতুন গান (New Songs)। সারা বছর বিভিন্ন গান প্রকাশ্যে আসলেও, যুগ যুগ ধরে পুজোর গানের প্রতি শ্রোতাদের উৎসাহ যেন একেবারেই আলাদা। সময় বদলেছে, পাল্টেছে গান প্রকাশের ধরণ বা মাধ্যম। কিন্তু পুজোর গানের ট্রেন্ড এখনও বেঁচে আছে। এরকমই এক মন ভাল করা গান পুজোয়, সঙ্গীতপ্রেমীদের উপহার দিলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। প্রকাশ্যে তাঁর নতুন গান 'দুগ্গা এবার ঘরে' (Dugga Ebar Ghare)। 

পুজোর এই গানটিতে সুর দিয়েছেন রুদ্র সরকার। গানের কথা পার্থসারথি মিত্র ও দেবজয় বিশ্বাসের। বং মিডিয়া সলিউশনস ও ইকির মিকির প্রোডাকশনের যৌথ উদ্যোগে এই গান সবার জন্য খুশির বার্তা বহন করে আনছে নিঃসন্দেহে। গানের ভিডিয়োতেও রয়েছে চমক। রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya), রাজীব বোস (Rajiv Bose) ও বিভান ঘোষ (Vivan Ghosh)। 

 

Rupankar Bagchi sings new durga puja 2021 song Dugga Ebar Ghare

নীল নিশ্চিত, প্রতি পুজোর প্যান্ডেলে বাজবে 'দুগ্গা এবার ঘরে'। অন্যদিকে  রাজীব ও বিভানের আশা তুমুল জনপ্রিয় হবে এই গান। গানটি ইউটিউব ছাড়াও শোনা যাচ্ছে সমস্ত অডিও প্ল্যাটফর্মে।

 

 

আরও পড়ুন: পুরোনো ছন্দে টলিপাড়া! পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, দেখুন তালিকা...

পুজোয় নতুন এই গানের প্রসঙ্গে রূপঙ্কর বাগচী বললেন, "শারদ উচ্ছ্বাসের অসাধারণ একটি থিম সং রেকর্ড করলাম। পার্থ এবং দেবজয় লিখেছে গানটি। এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয় একটি গান এটি। গানের সুর করেছেন আমার অত্যন্ত প্রিয় সঙ্গীতশিল্পী, বন্ধু, গায়ক এবং গীতিকার রুদ্র। ওঁর সঙ্গে বহু কাজ করেছি আগে। আমি ওঁর ভক্ত।" 

Advertisement

রূপঙ্কর আরও বলেন, "'ইকির মিকির' প্রোডাকশন থেকে রিলিজ হয়েছে গানটি। ওঁদের সঙ্গেও বেশ কয়েকটি কাজ করেছি। যতই বাধা বিপত্তি থাক, যতই খারাপ সময় থাক, দুর্গা পুজো হবে এবং আমরা যেভাবেই হোক একটা পজিটিভ ভাইবস নিয়ে প্রাণোচ্ছ্বল উচ্ছ্বাস নিয়ে দুর্গাপুজো করবো। এটাই হল গানের মূল বক্তব্য।"  

আরও পড়ুন: এবার রানু মণ্ডলের গলায় 'মানিকে মাগে হিতে'! ফের Super Viral ভিডিয়ো


বং মিডিয়ার কর্ণধার আবির সাহার কথায়, "দুর্গাপুজো খুশির উৎসব, সব বিপদ কাটিয়ে মানুষ একটু আনন্দ করুক আমরা প্রার্থনা করি, এই গানের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিতে চেয়েছি।"

 

Advertisement